Breaking News

কবিতা-ঠিক সন্ধ্যায়

কবিতা-ঠিক সন্ধ্যায়

স্মৃতি গুলো আজ যদি দেয় তোরে
বার বার পিছুটান
ভেবেনিস তুই পড়েছিলি প্রেমে
চেনা মুখ সন্ধান।

যদি মন চায় বার বার ফিরে
দেখাহ হবে রাস্তায়
ভেবেনিস তুই ভালো নেই আজ
ছেড়ে সেঁকেলের সে আমায়।

হাত যদি তোর লাগে শুণ্য
চারিদিকে ফাঁকাফাঁকা মনে হয়
ভেবেনিস তুই চাইছিস শুধু
ফিরে যেতে হাত ধরা সন্ধ্যায়।

ছেড়ে গিয়ে তুই বলেছিলি মোরে
থাকবি ভালো যে ঢেড়
তবে কেনো তুই সন্ধ্যা হলেই দিতিস চিঠি
জানাতিস মোরে মন খারাপের টের!!

জানি আজ তুই হেরেও জিতিস
টের পাই আমি সেবেলায়
যে বেলায় তুই বলিস আমায়
কথা হবে আজ ঠিক সন্ধ্যায়।

No comments

info.kroyhouse24@gmail.com