সত্য প্রচার

মরিয়া মানব জীবন অধিক সে পাইতে,
ভুলে গেল পরকাল দুনিয়ার মহববতে।
আলেম বে-আলেম বল আর পীর মাশায়েক,
দুনিয়ার প্রতি আকর্ষণ সকলেরই এক।

দুনিয়ার মহববত জানো সকল পাপের মূল,
কে আছে ভাঙ্গাবে তাদের এ মহা ভুল।
পৃথিবী আমাদের নয় আমরা নই পৃথিবীর,
এখানে আমরা সবাই অস্থায়ী মুসাফির।

সত্য মানতে নারাজ আশ্চর্য মানব জীবন,
জীবন যেখানে ধ্বংস সেখানেই তার গমন।
পৃথিবী মধুময় নয় এখানে অনেক ফাঁদ,
ধরা পরে গেলে আর পোহাবেনা রাত।

মায়া-মোহে বাঁধা জীবন বন্দি স্বপ্ন জালে,
পশুর পাশবিক রুচিবোধ তার কর্মে প্রমাণ মিলে।
ধর্ম হীন জীবন কত আর হবে ভালো,
ধর্মের আবরণে তারাই বা কতটুকু সাধু হলো?

এসো সময় থাকিতে হিসেব করি অনেক হয়েছে,
মোদের জীবন উজান তরী দেখ ভাটি চলেছে।
সত্য-মিথ্যা ভাল-মন্দ আসল-নকল,
এসো চিনে সংশোধন হই জীবনে আসবে সফল।

মানো কি না মানো এটা একান্তই তোমার ব্যাপার,
আমার কাজ তোমাদের মাঝে সত্য প্রচার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url