তোমারো প্রেম হোক

তোমারো প্রেম হোক
তুমি হয়ত জানো না,
একবার কাউকে ভালোবেসে ফেললে
এক শতাব্দী তাকে ভুলে থাকা যায় না।
হৃদয় নিঙ্গড়ানো ভালোবেসে,
যখন দিন শেষে শূন্য হাতে ফিরতে হয়, তখনের হাহাকার করা কষ্টের নোনা জল গুলো তুমি অবধি পৌছানো যায় না।
তুমি হয়তো জানো না,
নির্ঘুম রাত গুলো কি ভীষণ যন্ত্রণা দিয়ে
রাতের শেষে ভোর আসে।
কতটা ভেঙ্গে গেলে একটা মানুষ কাঁদতে কাঁদতেও
উচ্চস্বরে হেসে ফেলে।

তুমি সত্যিই জানো না,
ভালোবাসার মানুষটা কী ভীষণ প্রতারক হলে পরে
প্রেম নিয়ে আগুন আগুন খেলা করে,
সে আগুনে গা পুড়িয়ে একটা মানুষ কেঁদেই মরে।
তুমি না জানলেও কী,
আমার বালিস জানে কী ভীষণ চাওয়া আমাকে রোজ তোমার কাছে অপমান নিতেও আস্বস্ত করে,
তোমার ঘৃনাকেও ভালোবাসতে কী দারুণ ইচ্ছে করে,
আমার নির্ঘুম রাত গুলোই জানে,
কী ভীষণ প্রতারণায় জর্জরিত আমার এই এক জীবন,কী ভীষন একাকীত্বের সঙ্গী আমার লাইট থেকেও আলো হীন ঘরটা…

সেদিন চৈত্রের প্রথম প্রহর ছিলো কী না কে জানে
তবে আমি জানি, সে প্রথম তোমার প্রেমে পড়াই আমার আমৃত্যু সর্বনাশের…
এই সর্বনাশি প্রেম তোমারো হোক
তবে তুমি আমার নও
এ আমার আমৃত্যু শোক।
তবে একটি বার, এই একজীবনে
তোমারো চূড়মার করা অন্তত একটা প্রেম হোক।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url