কৃষ্ণকলি

কৃষ্ণকলি
আমার কখনো গল্পের নীলাঞ্জনা হওয়া হয়নি,
নীল শাড়িতে হয়তো আমাকে মানাতোই না,
কেউ আমার চোখে চোখ রেখে,
কখনো প্রেম নিবেদন করেনি।
গল্পের নাইকাদের যেমন করে বর্নণা করা হতো
হয়তো এমন কোন সৌন্দর্যের ছিটেফোঁটাও ছিলোনা আমার মাঝে…
আমার চোখের নিচের দুশ্চিন্তার আদল ছাড়িয়ে
কোন পুরুষ কখনো মায়া অবধি পৌছতেই পারেনি
হয়তো প্রেমের বাজারে কালো মেয়েরাও পরী,
অতি সাধারণ গ্রাম্য মেয়েটাও ভারী সুন্দরী,
কিন্তু বিয়ের বেলাই হয় যত মুশকিল
তখন আমাকে নিয়ে প্রেমের রাজ্যে হারিয়ে যাওয়া
ছেলেটাও হেসেঁ হেসেঁ বলে ফেলে,
আয়নায় দেখেছো নিজেকে,মূয়ুরের পালক লাগালেই কাক আবার মূয়ুর হয় নাকি?

আমি নির্বাক শ্রোতা তাচ্ছিল্যের হাসি দিয়েই কেটে পড়ি, আমার আবার প্রেম হতে আছে নাকি,
তাও আবার সত্যিকারের দূর্মর প্রেম।
বেলা বোসের মতন কাল্পনিক চরিত্রে আমি বহুবার নিজেকে ভেবেছি, তবে কল্পনাতেও
আমি একজন অন্জনকে আবিষ্কার করতে পারিনি
কেউ শুধু মাএ আমাকে পাওয়ার জন্য হন্যে হয়ে
চাকরী খুজে নি অফিসের দ্বারে দ্বারে ঘুরে…
নাটরের বনলতা সেন হবার অদম্য ইচ্ছে টাও
একটা সময় পরে গলা টিপে মেরেছি যখন দেখেছি
এই এত বড় পৃথিবীতে অন্তত আমার জন্য কোন জীবনানন্দের জন্ম হয় নি, যে আমাকে নিয়ে কবিতা লিখবে, কল্পনার রং তুলি দিয়ে
আমার কালো মুখের আদল টাকে ভালোবাসায় শিক্ত করে তুলবে।

কালো মেয়েদের বাস্তবতায় প্রেম হয় না,
যা হয় তা কেবল প্রেমের নামে প্রহসন,
তবুও বরংবার চেয়েছি গল্পের নীলাঞ্জনা,
গানের বেলা বোস কিংবা নাটরের বনলতা সেন হতে।
কালো কিংবা কৃষ্ণবর্না হওয়া আজন্ম পাপ কী না
জানিনা, তবে গল্প কিংবা নাটকেই কৃষ্ণকলিরা
প্রেম পায়, আর বাস্তবে তাদের নিয়ে কেবল
প্রেম প্রেম খেলায় নিলামে তুলে প্রতারণা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url