Breaking News

নোয়াখলি জেলার দর্শনীয় স্থান সমূহ

নোয়াখালি জেলা বাংলাদেশের দক্ষিন পূর্বাঞ্চলে চট্রগাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বর্তমানে নোয়াখালী জেলা আগে ফেনী, লক্ষীপুর এবং নোয়াখালী জেলা নিয়ে একটি বৃহত্তর অঞ্চল ছিল, যা এখনও বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত। চট্রগ্রাম প্রশাসিনিক বিভাগের অধীন নোয়াখালী জেলার মোট আয়তন ৪২০২ বর্গ কিলোমিটার।

নোয়াখলি জেলার দর্শনীয় স্থান সমূহ

  • নিঝুম দ্বীপ= হাতিয়া, এটি নোয়াখালী জেলার দক্ষিন-পূর্বে অবস্থিত।
  • শহীদ ভুলু স্টেডিয়াম।
  • বজরা শাহী মসজিদ- বজরা।
  • লুর্দের রাণীর গীর্জা- সোনাপুর।
  • গান্ধি আশ্রম – জয়াগ, সোনাইমুড়ি।
  • ম্যানগ্রোভ বনাঞ্চল – চর জব্বর।
  • নোয়াখালী জেলা জামে মসজিদ- মাইজদী।
  • বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর- সোনাইমুড়ী।
  • শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রম- চৌমুহনী।
  • নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার- মাইজদী।

নোয়াখালির সবচে আকর্ষণীয় জায়গা হলো নিঝুম দ্বীপ নিঝুম দ্বীপ নিয়ে আমরা পরবর্তী পোষ্ট এ আলোচনা করবো আমাদের সাথেই থাকবেন।

ধন্যবাদ

No comments

info.kroyhouse24@gmail.com