কবিতা : আমার রাতের প্রেমিক



কবিতা : আমার রাতের প্রেমিক

তুমি যে আমার রাতের প্রেমিকআমার একাকীত্বের প্রেমরাতের নিস্তব্ধ শহরে,

আমার খুঁজে পাওয়া ঠিকানা।

সন্ধ্যা আকাশের প্রেমিক হয় রাতের তারা

জোছনা রাতের প্রেমিক হয় চন্দ্রিমা

অমাবস্যার প্রেমিক হয় জোনাকি,

তবে তুমি যে আমার প্রতিটা রাতের প্রেমিক হও।

তোমার শত ব্যস্ততা আমার অপেক্ষার প্রহর ,

আমার আনমনা ভাবনায় তোমার নিরব প্রবেশ ।

চায়ের কাপে প্রতিটা চুমুকেতুমি আমার প্রেমিক হও সে উষ্ণতা আমি অনুভব করি।

প্রেমিক হও পূবালী হাওয়া হয়েআমার ঘুম ঘুম চোখের আড়ালে আমায় ছুঁয়ে যাও,

সে ছোঁয়া থাকে যে আমার সমস্ত শরীর জুড়ে।

তুমি যে আমার রাতের প্রেমিকতোমার ভাগ তো কাউকেই দেবার নয়,

তাই তো আমার আকাশে একটাই তারা আমার শহরে একটাই ঘর,

সেই ঘরে শুধু তোমার অধিকার।

তুমি যে আমার রাতের স্বপ্নগুলোর প্রেমিকপ্রেমিক হয়ে ওঠো রাতের রঙিন ইচ্ছেগুলোর ।

আমার নির্ঘুম রাতের প্রেমিক হওথাকো সকল ভাবনা জুড়ে।

আমার অস্তিত্বে থাকো তুমিনিশ্বাসের প্রেমিক হয়ে,

এ জীবন প্রেমময় হোকতোমার প্রেমের বন্ধনে।

লেখা : চন্দ্র শেখর

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url