তোমাকে ভালবাসি কেন জানো

এই শুন, তোমাকে ভালবাসি কেন জান?

তোমার চোখে যাদু আছে বলে,

তোমার অধরে গোলাপের ছুঁয়া আছে বলে।

তোমাকে ভালবাসি কেন জান?

তোমাকে না দেখে একটা মূহূর্ত কাটেনা বলে,

তোমার কোকিল কন্ঠী সূর অমৃত সূধার মত কানে বাজে বলে,

তোমার কৃষ্ণ কেশের নদীময় স্রোতে দোলায়িত হই বলে।

তোমাকে ভালবাসি কেন জান?তোমার চরন নৃত্যে,

বেমোহিত হই বলে, তোমার পদ্ম কলি হাতে,

দুটি হাত রাখতে চাই বলে,তোমার লতানো দেহের লাস্যময়ী রূপে,

বিভোর হই বলে,এইভাবে তোমাকে ভালবাসতে চাই জীবনে জীবনে,

জীবনের পরে, পর জীবনেস্বর্গীয় সুখ থাকবে যেখানে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url