প্রেম বিদ্বেষী

প্রেম বিদ্বেষী

ভেজা বর্ষায় ভিজে ভিজে কদম হাতে প্রয়সীর জন্য দাড়িয়ে থাকা হয়তো সহজ, কিন্তু আপাদমস্তক ভিজে ভিজে তার জন্য পথ পানে চেয়ে কঠিনতর অপেক্ষা বড়ই কঠিন”

প্রেমিক চাইলেই হওয়া যায়, সামান্য তম গোলাপেও জয় করা যায় প্রেয়সীর মন, কিন্তু সময়ের নিমর্ম নিয়মেই প্রেমিক হয়ে যায় বড় প্রতারক।

না এরা ভালোবাসেনি তা বলবো না,
হ্যা ভালো লাগা আর ভালোবাসার পার্থক্যটা এরা বোঝেনি।

পানি হাতে দুই মিনিট দাড়িয়ে থাকা,
আর ঔ একই গ্লাস হাতে দুই ঘন্টা দাড়িয়ে থাকার পার্থক্য এখানেই, প্রেমের শুরুতে আকাশের চাঁদ এনে দেয়াও বড় সহজ সমীকরণ কিন্তু অনেক বছর পরে তাকে বিয়ে করে সম্পর্কের মানে পাল্টানোই হয়ে যায় বড় কঠিন৷

দিনের এক বেলা যাকে না দেখলে কাটতো না,
এখন তাকে না দেখিই কেটে যায় একেক টি বছর,
সময় বদলায়, সম্পর্ক বদলায়,মানুষটাও বদলে যায়,কিন্তু অনুভূতির অন্তরালেও চাপাঁ পড়ে থাকে কিছু নির্বোধ অনুভূতি।

দূরত্ব খুব কম সময় ভালোবাসা বাড়ায়,
কেবল বানায় তো চলে যাওয়ার বাহানাই।
চোখের আড়ালেই যে সম্পর্কের বিশ্বাস কমে যায়,
প্রশ্ন উঠে কেমন ভালোবাসো?
মনের আড়াল সে ভালোবাসা বহু আগেই হয়ে রয়,
প্রথম প্রেমের প্রথম দেয়া কদম হারিয়ে ফেলে তার সজীবতা, ভুলে যেতে হয় রাত জেগে একসাথে দেখা সুন্দর স্বপ্ন, ধর্ষণ হয় বিশ্বাসের তারপরে কেটে যায় একজীবন।

হাহাকার আর হাহুতাশের এক জীবন,
অথচ এই এক জীবনে প্রেমিক স্বামীও হতে পারতো, প্রয়সী হতে পারতো অর্ধাঙ্গিনী, তবুও
বদলায় সময়, প্রেমিক কিংবা প্রেয়সী হয়ে য়ায় প্রতারক আর ছলনাময়ী।

তবুও সময় বদলায় কেবল
ফেরে না প্রেম, একজীবনে কেউ কেউ হয়ে উঠেনা
প্রেমিক, কারো কারো হওয়া হয় না “প্রেয়সী”

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url