অভিশাপ দিলাম

অভিশাপ দিলাম “তোমারো একটা প্রেম হোক”
এবারের প্রেমে তুমি নিদারুণ ভালোবেসে ফেলবে তাকে, ভেঙ্গেচুরে একাকার করা প্রেম যাকে বলে, এই অভিশাপে তুমি ধ্বংস না হও তবে ভিতরে ভিতরে ঘুনে ধরুক তোমার৷

তবুও যদি তুমি বুঝতে পারো, যদি বুঝতে পারো
ঘুনে ধরা ভালোবাসায় নিঃশ্বাস নেয়াও কত সাহসীকতার, কতটা সাহস সঞ্চয় করে এই ভালোবাসায় একতরফা হেরে যাওয়া নিশ্চিত আমি চাই তুমি সেটা বুঝো,তোমারো এবার মন ভাঙ্গুক একবুক ভালোবাসা দিও তুমি অবহেলা পাও বরং সেই প্রেমিকা তোমাকে অবহেলার যোগ্য ও না ভাবুক৷

হয়তো সে বেলা তুমি বুঝবে, শেষবার ক্ষমা চাওয়ার জন্য হয়ত আমাকেই খুজবে, তোমার যোগ্য কোন শাস্তি আমি চাই না, আমার কেবল একটাই চাওয়া তোমার মনটাও কেউ আয়নার মতন টুকরো টুকরো করে ভাঙ্গুক, সেই টুকরো গুলো জুড়তেও যেন তোমার হাত হয় রক্তাক্ত…

অভিশাপে কি এসে যায়, তোমার জন্য আজ আমার করুণা হয়, একটা মানুষ কতটা নির্বোধ হলে নিদারুণ ভালোবাসাকে পায়ে পিসে মেরে ফেলে, সব ছেড়া আসা মেয়েটিকে আবারো শূন্যহাতে ফিরতে বলে, কতটা পাগল হলে কেউ পাগলের মতন ভালোবাসা ফিরিয়ে মোহ্ আকড়ে বাচঁতে শিখে,

আফসোস হয় করুণা হয় কখনো কখনো অভিশাপের আগুনে তোমাকে জ্বলাতেও ইচ্ছে হয় তবুও দিন শেষে তোমার মুচকি হাসি আমাকে পিছু ডাকে, তোমার নির্বাক মায়াবি চাহুনি আমাকে শক্ত করে বেধে ফেলে তারপর ও আমি চাই এই আমাকে না হোক, আমার মতন করে তুমিও কাউকে ভালোবাসো আর সে তোমাকে ঠিক আমার মতই অবহেলা করুক, অপমান করুক আর বহুদিন যন্ত্রণার যাতাকলে তোমাকে পিসে বলে বসুক “তুমি আমার ঘৃণার ও যোগ্য নও, তোমাকে ভালোবাসবো কি করে”

সব অভিশাপ এমন হয় না প্রিয়,
কিছু অভিশাপে “তুমি ভালো থেকো” বলেই ছেড়ে দিও।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url