Breaking News

ইট পাথরের শহরে সবাই স্বার্থপর

ব্যস্ত এই শহরে হাজার মানুষের ভিড়েআমি একা বডড একা

বলার জন্য সবাই বলে আছি পাশে

সত্যি হলো খারাপ সময়ে কেউ থাকেনা

আশে পাশেআজ জানতে বর ইচ্ছে হয়

কতটা কষ্ট পেলে কষ্টের অবসান হয়!?

একে একে সবাই গেল চলেআমায় একলা ফেলে

আজো প্রতি মুহূর্ত কাটে আমার পুরনো স্বৃতির মেলায়

যদিও কারো নেইতো সময় ব্যস্ত সবাই বাস্তবতায়

ভালো থাকুক প্রিয় মানুষগুলো তার প্রিয় মানুষের সাথে

আমি না হয় বাঁচব একাই এই কষ্টের পৃথিবীতে

ভুল করেও আর যাবোনা কারো সুখের নীড়ে

আমার কষ্ট নিয়ে থাকবো দূরে সবাইকে ছেড়ে

 

লিখা -আফরোজা আশা


কবিতা: অপেক্ষা
 
কলমে: রাকিবুল ইসলাম
অপেক্ষা!
অপেক্ষা আর অপেক্ষা।
জানো, তোমার জন্য অপেক্ষা করতে আমার ভালোলাগে!
ভালোলাগে তোমার অপেক্ষায় প্রহর গুনতে।
কখন আসবে,
একটু কথা বলবে,
মনটা আমার শান্তি পাবে।
জানি না কী সম্পর্ক হবে !
জানি না কখন দেখা হবে,
জানি না তুমি কী বলে ডাকবে,
তবুও জানি, তুমি আমায় ডাকবে; আমায় তুমি ডাকবে।
ভালোবেসে বলবে,
মুচকি হেসে দেখবে;
কান পেতে শুনবে,
তখন, তখন জানো আমি কি বলবো!
ভালোবাসি !
ভালোবাসি আর ভালবাসি! আজকের এই দিনটাতে
মন উজার করে তোমায় ভালবাসতে চাই!
কোনো সক্তিই আজ আমাকে ফেরাতে পারবে না তোমার ভালোবাসা পারবে না।
সমাজের সব বাধা-বিপত্তি উপেক্ষা করে মিলতে চাই আজ এক দেহো আর এক মনে।
তুমি দিবে!
দিবে তো আমায় ভালবাসতে!
ফিরিয়ে দিবে না তো আমায়, এই উস্কোখুস্কো সমাজের বাধার কথা বলে।

No comments

info.kroyhouse24@gmail.com