সুবেহ সাদিকের দূত

সামান্য ব্যথাও বড় হয়ে ওঠে মাঝে মাঝেকষ্টটা খুব অনুভব হয়,

ক্ষণে ক্ষণে মনে বাজে,আমার বাসার পাশের আমগাছটিতে যে কাক জুটির বসবাস ছিলওদের একটির মৃত্যু হয়েছে আজ,

সকাল হতেই ওদের কা.কা.

শব্দে ঝালাপালা হতো পৃথিবীর কান উত্ত্যক্ত হতো পরিবেশ,

ঘুম ভাঙতো কর্মজীবী মানুষের,

সে পর্বটির অবসান হলো আজ।সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছিলো,

খাবারের সন্ধানে যাত্রা শুরুর আগেজুটিবদ্ধ কাক বিদ্যুতের তারে গিয়ে বসলোবৃষ্টির পানি শরীর থেকে ঝেড়ে নেবার জন্যেডানা ঝাপটালো বারবার,হঠাৎ একটি বিকট শব্দ,

আগুনের ফুলকিছিটকে পড়লো একটি কাক রাস্তায়ছটফট করলো কিছুক্ষণ তারপর ধীরে ধীরে নিস্তেজ,

সহস্ত্র কাক মুহুর্তেই জড়ো হল দুর্ঘটনাস্থলেশুরু হলো চীৎকার, আর্তনাদ, আহাজারি, প্রতিবাদ ক্ষণকালের সমবেদনা,

তারপর সকলের বিদায়শুধু একটি কাক বসে থাকে কাছাকাছি ডালে,সাথীকে ফিরে পাবার অপেক্ষা যারফুরাবে না কোনো কালে।

সুবেহ-সাদিকের দূতপাড়ি জমিয়েছে না ফেরার দেশে নির্ঘাতসাথীকে দিয়ে গেছে বিধবার বেশদিয়ে গেছে শেষ সওগাত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url