Breaking News

তু্ই আমার হবি


তুই আমার ভোরের সকাল হবি?

আমার আঙ্গিনায় তুর কোমলতাকে জড়িয়ে নিব।
তুই আমার শিশির হবি?
ঘাসের কণা হয়ে লুঠে থাকবো ইচ্ছে মতো ছুঁয়ে দিব।
তুই আমার আকাশ হবি?
আমি হব বিহঙ্গ উড়ে উড়ে তুর আকাশ পাহারা দিব।
তুই আমার বসন্ত হবি?

আমার সাত রং দিয়ে তুর নীল আকাশে রংধনু হব।
তুই আমার বৃষ্টি হবি?
মাটি হয়ে তুকে চুষে নিব, ভালবাসায় আলিঙ্গন করব।
তুই আমার ফুল হবি?
তোর প্রেমিক হয়ে ভালবাসার পূজো করব।
তুই আমার দুপুর হবি?

সোনালী রৌদ্র মুঠো ভরে রাতে তুর ঘরে আলো দিব।
তুই আমার রবীন্দ্র সংগীত হবি?
আনন্দ বিচ্ছেদে নিরবে নিভৃতে শোনব মনোযোগী শ্রোতা হয়ে।
তুই আমার কবিতা হবি?
আমি শুদ্ধ পবিত্র প্রেমিক হয়ে ভেঙে ভেঙে পড়ব তুকে।
তুই আমার গোধূলি হবি?
দুইটি হৃদয় এক করে সমুদ্রের তীরে বসে সূর্যাস্ত দেখব।
তুই আমার সন্ধ্যা হবি?

মোমের সুতো হয়ে নিজেকে পুড়ে তুর ঘরে আলো দিব।
তুই আমার রাত হবি?
গভীর রাতে ভালবেসে বুকে নিব গরম নিঃশ্বাস ঢেলে দিব।
তুই আমার ভোর হবি?
ভালবাসায় ভালবাসায় ফুলের কলি গুলো ফুটিয়ে দিব।
তুই আমার প্রতিটা দিন হবি?
চব্বিশ ঘন্টার প্রতিটা সেকেন্ড আমার নিঃশ্বাসে রাখবো, 

সবার থেকে একটু প্রেম বেশিই দিব, একটু বেশিই দিব।

No comments

info.kroyhouse24@gmail.com