সত্যিকারের প্রেম

তুমি আর যাই হও না কেনো সত্যিকারের প্রেমিকা হওয়ার দূঃসাহসীকতা দেখাতে পারো মানবী।
তাই বুঝি?
হ্যাঁ সত্যিকারের প্রেমিকা।
আচ্ছা তুমি কি আকাশের মন খারাপের বিজ্ঞাপণ বুঝতে পারো?
সেটাতো আমার কাছে তুচ্ছ ব্যাপার। আমি ভালবেসে আকাশকে মাটি ছোঁয়াতে পারি।
শুনে ইচ্ছে করছে তোমার প্রেমের সমুদ্রে ডুবে মরি। এমন একটা সত্যিকারের শুদ্ধ পবিত্র প্রেমিকা পেতে আসলেই ভাগ্য লাগে।
তাই বুঝি, হা হা হা….
আচ্ছা আপনি কি বুঝতে চান না?
নাকি বুঝতে দিতে চান না?
সবিই বুঝি মানবী, তারপরেও কতটা প্রেম তোমার হৃদয়ে বসবাস করছে খতিয়ে দেখলাম।
এতো পরিক্ষা নিতে নেই কবি, আমার চোখের মাঝে চেয়ে দেখেন, ঠিক কতটা গভীরতা আপনাকে ছুঁতে পারে।

হ্যাঁ তো বিশাল গভীরতা, মনে হচ্ছে তুমি ছাড়া পৃথিবীতে কোন প্রেমিকা নেই। জানো মানবী আমার একটা প্রার্থনা আছে যা প্রতিদিন ঈশ্বরের নিকট করি, তুমি কি আমার প্রার্থনাটা শোনে তুমিও আমার হয়ে প্রার্থনা করবে ঈশ্বরের নিকট?
আমার বিশ্বাস ঈশ্বর তোমার প্রার্থনা অবশ্যই শোনবে।
কি প্রার্থনা বলেন তো শোনি?
প্রার্থনাটা হলো,
হে ঈশ্বর আর কতো অবজ্ঞা, আর কতো অবসাদ –
বিষণ্ণতার ভার নামিয়ে এবার, দাও চারটি শব্দের আর্শিবাদ।
ও বুঝেছি, আচ্ছা সেই চারটি শব্দ কি আমি আপনাকে দিতে পারি?
আচ্ছা তুমি কে বলো তো? তুমি কি ঈশ্বর, নাকি ঈশ্বরের দেওয়া সেই আমার সত্যিকারের প্রেমিকা বলো তো মানবী?
আমি ঈশ্বর নই কবি, আমি আপনার প্রার্থনার সেই সত্যিকারের প্রেমিকা।
ভালবাসি ভালবাসি ভালবাসি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url