Breaking News

পোস্টমর্টেম রিপোর্ট |অনন্যা জান্নাত

মানুষরুপী পশুদেন হিংস্র বর্বরতায়বিষ্ন্নতায় নিবিড় কালো আঁধারে ঢেকে যায় জীবন।

নিকষ কালো আঁধার ক্রমশ গ্রাস করে গহিনে যত আশা-আকাঙ্ক্ষা আর সুখস্বপ্ন সভ্যতার দাঁতাল শকুনেরা ছিঁড়ে -খুঁড়ে খায় মানুষের মৌলিক মানবিক অধিকার!

বাঁচতে চেয়ে মরে যাই হাজারবার,জীবন -উদ্যানে হোলি খেলতে গিয়ে দেখিছিটেফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে ধূসর, বিবর্ণ মাটি চুয়ে চুয়ে।

ঘটনার কেন্দ্রস্থল খুঁজতে গিয়ে দেখি বারো বছরের কিশোরীর গলিত লাশ পড়ে আছে রেল লাইনের ধারে!গত রাতেই খাদ্য হয়েছিল যে জন কিছু হিংস্র হায়েনার;বন্য পশুগুলো খুবলে খেয়েছে যার হাড়-মাংস,ডাস্টবিনের ময়লা কাদায় পড়ে আছে,

যার ক্ষত-বিক্ষত অর্ধউলঙ্গ শরীর! লাশটি নিয়ে চলল কিছুক্ষণ খু্ব কাটাছেঁড়া আরপরীক্ষা নিরীক্ষা তারপর চোখের পানিতে চিরকালের মতো শুইয়ে দিলাম মাটিতে।

এবার পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে ঘুরতে শুরু করলাম আইনজীবীদের দ্বারে দ্বারে হায়েনাগুলোর উপর্যুক্ত শাস্তির প্রত্যাশায়!

কিন্তু না,কিছুই করতে পারিনি,আইন-কানুন আর অনিয়মের ফাঁকফোকরে কখনযেনো কেটে গেছে বারোটা বছর।

ধর্ষকরা দাঁত কেলিয়ে,গায়ে হাওয়া লাগিয়ে আজও ঘুরে বেড়াচ্ছে এই বাংলার মাটিতে,

রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরেআর তাদেন দৌরাত্ম্য আর ক্ষমতার কাছেপরাজিত হয়েছে গণমানুষের কাঙ্ক্ষিত রায়।

সময়ের বিবর্তনে এভাবেই একে একে পেরিয়ে গেছে বারোটা বছর;

কিন্তুসেই বারো বছরের নিষ্পাপ,কোমলমতি মেয়েটারধর্ষণ-হত্যা মামলার সুবিচার আজও হয়নি!

No comments

info.kroyhouse24@gmail.com