কবিতা : ভালোবাসার সংসার

কবিতা : ভালোবাসার সংসার

টোনা বলে ,ও টুনিকৈ গেলি তুই এরকম কি ভালো লাগে দূরে থাকা থাকি।

কাছে এসে বস একটু ভালোবাস আমি কি তোর পরতোরে নিয়েই আমার জগৎ সংসার।

আমায় একা করে দিস নাআড়ালে আর থাকিস নাতুই যে আমার বড়ই আপনসে কথা কি জানিস না।

আমি কিন্তু ছেড়ে ই যাবো পৃথিবীর এই মায়া তুই যদি না থাকিস আমার হয়ে ছায়া।

থাকিস না আর দূরেআমি হয়ে যাই একেলারেকরিস না আর রাগ অভিমান ।

তোকে নিয়ে ঘুরবো এবার নীল আকাশের দেশেসবুজ ঘেরা বনে ।

হাঁটবো দুজন বলবো কথানদীর বালুচরে খেলবো আবার লুকোচুরি ফুলের বাগানে ।

আবার গাইবো গান ভুলে সব অভিমানতুই কি বুজিস নাতুই যে আমার ইহকাল পরকাল।

টুনি বলে ,ও টোনাবুঝি আমি সবতাই তো রাগ করিতোর ভালোবাসা খুঁজি চলোনা আবার বাঁধি সুখের সংসার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url