ফুল বিক্রি করি ফুল

রজনী গন্ধা গোলাপ বেলিফুল কিনবেন একটা ভাই ।

সাহায্য চাইনা ভিক্ষাও নয়ফুল বিক্রি করে জীবন চালাই ।

শিক্ষা নেইতো চিকিৎসাও নেইদুই বেলা অন্য মুখে নিতে ।

রুদ্রতে পুড়ে বৃষ্টিতেও ভিজেফুল বিক্রি করি রোজ পথে ।

অবহেলা আর লাঞ্চনা সয়েকাটে দিন কাটে প্রহর ।

মা বাবা হীন অজম্ম মনে হয়তবুও আপন ভাবি এই শহর ।

নেই থাকার কোনো বাসস্থানযাত্রী ছাউনি থাকার ঘর ।

জম্মের পাইনি কোনো ঠিকানানিজেই নিজের কাছে যাযাবর ।

অনেক বেশি চাওয়া নেইতোঅল্প পাওয়াতেই স্বপ্ন পুরন ।

আমার মতন পথও শিশু হয়না যেনো কারও জীবন ।

ফুল বিক্রি করি ফুল


কবিতা-অবহেলা
 
আমি যারে ভালোবেসি
সে মোরে ভালোবাসে না কো
যারে নিয়ে আঁকি স্বপ্ন
বাধি প্রেমের শহর অল্প স্বল্প!
সে বলে,”চোখ খোল আর স্বপ্ন দেখ অল্প
আমি নিভে যেতে যেতে জ্বলে উঠি!
শেষ হয়ে যাওয়া প্রদীপের বিদ্রোহী হবার মতো।
শেষকালে ছাই হয়ে পড়ে থাকি
অযত্ন মেঝেতে
তুমি সেই ক্ষনে ,
আমার শেষ চিহ্ন “ছাই”মাড়িয়ে বলো
“এই শহরে ভালোবাসার মানুষ পেলাম নাকো”
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url