আহ্বান


কিসের ভয়ের জন্যে, মোরা বসে আছি হায়!

ধনুক থেকে যে তীর, বেরিয়ে পড়েছে ভাই।

কোথায় সেই আবু বকর, ওমর আর ওসমান!

আলী খালিদ তোমাদের তরে, জাতি যে অপেক্ষমাণ।

জিহাদের ডাক চলে এসেছে, মোদের মাঠে-ময়দানে.

দেরি কিসের আর চলো গারদাশ শামিল হই রণাঙ্গনে।

দুলদুল হবে বাহন মোদের, জুলফিকার হবে হাতিয়ার!

রাসূলের প্রতি অপমান কভূ, সইবে না তো মুসলমান।

ইহকাল মোদের ভাগ্যের লিখন, পরকাল হবে তার সাদৃশ্য!

ধরণীর বুকে পথে প্রান্তরে রাঙ্গিয়ে দাও কাফেরদের রক্তবর্ণ।

মোদের সম্বল ঈমানের বল, আল্লাহ রবে সাথে।

বয়কট করো ওদের সব পণ্য, রাসূল অবমাননার প্রতিশোধে।

এরদোয়ান, ইমরান, মাহাথির, ইরান! দিয়েছে বয়কটের ডাক।

ও মুসলিম আর কীসের ভয় বলো, শামিল হয়ে দাও- হাঁক।

ন্যায়ের জন্যে,ন্যায়বিচারের জন্য অবিচল থেকে মোরা চালাবো কর্মযজ্ঞ।

সারা পৃথিবী এক হলেও,সবাই মোদের বিরুদ্ধে গেলেও! এক হতে চির দৃঢ় প্রতিজ্ঞ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url