Breaking News

ভুলতে বসেছি রে

ভুলতে বসেছি রে,,

সেই চেনা পথে কাটানো ক্ষানিক সময়ের সুন্দর মুহুর্তগুলো।

বিকেল বেলা কত্ত কত্ত খেলার আসর হতো।।

আর ঐ যে জোনাকি পোকা হাতে নিয়ে নিজেকে সবচেয়ে সুখী মনে করা,

সাইকেল চালাতে পড়ে গিয়ে পথিমধ্যেই কেঁদে দেওয়া।

ঐ যে আগের বাসাটা,সেখানের পরিচিত মুখগুলো আজ দেখলে বিরক্তির ভাব আসে,

সমালোচনা করতে তারাও কি আর বাদ রাখে?

আর নানাভাই,,নানাভাইয়ের হাত ধরে দোকানে গেলেই হলো,ব্যাস, নিজেকে কোটিপতি মনে হতো।।

আর সেইবার,, মামার দেওয়া পুতুলটা,, ভেঙে গেছে তাই কিভাবেই যে কেদেছিলাম,,

মনে আছে তা?

ঈদ আসলেই শুরু হতো আমাদের হিংসা,,

পুরাতন হওয়ার ভয়ে কারো জামা কাউকে দেখানো যাবে না।।

সেই পিছনের বেঞ্চের কত জমানো স্বৃতি আমাদের,,

মনে আছে!! বেঞ্চ শুধু থাকতো তোর আর আমার নামের।

ধুলো পড়া আজ সেই বেঞ্চে কলমের চাপে খোদাই করা,

আমাদের নামগুলোর অস্তিত্বটুকুও নেই, রমা!!

ভুলতে বসেছি রে,,

ব্যস্ততার শহরে তোকেও ভুলে যেতে শুরু করেছি শেষে।

সবস্বৃতিগুলো আমার স্বৃতির ডাইরীতে ধরে রাখতে পারি নি রে,,

ডাইরী বন্ধুটাকেও ভুলতে বসেছি যে।।

No comments

info.kroyhouse24@gmail.com