ছোট গল্প

নিঃশ্চুপ,নির্ঘুমে ভেঙে যাওয়ার শব্দ কি শোনো?

ঝাপঁসা চশমা দিয়ে লুকানো কষ্টগুলো কি দেখো?

আমার আত্মচিৎকারে কখনো কি কেঁপে ওঠো?

ছানি পড়া মনে আমার কথা একবারও কি ভাবো?

অস্পষ্ট ভাষায় তোমার মুখে একবারও কি আমার নাম আসে?

তুমি কি কুঁকড়ে থাকো,আমি বিলীন হওয়ার ভয়ে?

অজস্র মানুষের ভীড়ে আমাকে কখনো খোঁজো?

তোমার বানানো মিথ্যে গল্পগুলো এখন কাকে বলো?

ডাইরির যে পাতায় আমার ছোঁয়া ছিলো, রাগ হলে সেগুলো কি ছিড়ে ফেলো?

এতো সমস্যার একটাই সমাধান!দয়াল বাবা,মঘা শ্যামীর ওষুধ সেবন করো!!!

—————————————————————————————————-

তুমি ভালোবাসা আপন করেছো,

আমি দুরত্বের দেয়াল দিয়েছি।তুমি অবহেলা করেছো,

আমি ভালোবেসেছি।

তুমি কাছে এসেছো, আমিও আসতে চেয়েছি,

শেষমেষ বাধা হয়েছে নিয়তি।


পাশে বসে যদি ভাবো অন্যের কথা,

এ একান্তই তোমার ব্যার্থতা।

তোমার গন্ধ মেশা অন্য কারোর শাড়িতে,

তবে ছেড়ে যেতে পারো তোমার স্বার্থে।

ভেবো না তোমায় বিরক্ত করবো,

থাকতে পারো তুমি তোমার মতো।

সন্ধ্যা তারা টা নাহয় একা বসেই দেখবো,

এক কাপ চা নাহয় একাই উপোভোগ করবো।

বৃষ্টির প্রতিটা ফোঁটায় তোমাকে মনে করবো না,

কুয়াশার চাদরে আর তোমায় খুঁজবো না।

কাঁকডাঁকা ভোরে নাহয় একাই হাঁটবো,

বৃষ্টির আড়ালে গিয়ে নাহয় একাই কাঁদবো।

অভিমান করলে আর রাগ ভাঙাবো না,

ঝালমুড়ির ঝালে তোমার নেকামি আর দেখবো না।

ভেবো না তোমায় আর বিরক্ত করবো,

থাকতে পারো তুমি তোমার মতো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url