Breaking News

প্যারিসের ব্যস্ততম কোন রাস্তায়!

পল্লবী! আজ রাতে যদি তোমার সথে আমার দেখা হতো?

প্যারিসের ব্যস্ততম কোন রাস্তায়! শ্যাঁত শ্যাঁতে বৃষ্টিতে ভেজা প্যারিসের রাস্তা আর মানুষের হৃদয় একই রকম হিম।

অনেক দিন পরে দেশে ফিরে যাবার আশা নিয়ে-অনেক পাতা ঝড়া হুহু শব্দ করা রাতে আকাশে শুনেছি তোমার করুন সজল চোখ।এখানে কারো সাথে কারো প্রেম হয় না।

এখানে প্রেমের সাথে বিত্ত-বৈভরের কি চমৎকার মিল!

শান্ত প্যারিসের ভোরের সকালে আইফেল টাওয়াকে দেখে মনে হয় আহা!

বেচারা কত দিন আর দাড়িয়ে থাকবে? আইফেল টাওয়ার আর আমার মাঝে কোন ভেদ নেই আজ।

দু’জনের সমান অপেক্ষা, সমান দিন গোনা !

দু’জনের হৃদয়ে ক্ষীনতর আশা একদিন পৃথিবীর বুকে মুখ থুবড়ে পড়ে মরে যাবো-বড় ব্যাথা নিয়ে।

পল্লবী! এক জীবনে ক্ষীনতর সময় ভালোবেসে কি দিয়ে গেলে আমায়?

No comments

info.kroyhouse24@gmail.com