Breaking News

সবুজ উপহার । পবিত্রজ্যোতি মণ্ডল

সবুজ উপহার
 
বাড়ি-ঘর নদী বাঁধ, ঝড়ে যায় গুড়িয়ে
ইয়াস-ঝড়ে ভাঙ্গে গাছ, ডালপালা মুড়িয়ে।
ত্রান নিয়ে দলাদলি, করে দেখো অবুজে
ভাবে না তো একবার, টান পড়ে সবুজে!
রাজপথে প্রতিবাদ— কেন বিদ্যুৎ আসেনি
বাসা ভাঙ্গে পাখিদের, কেউ খোঁজ রাখেনি।
প্রকৃতির রোষ দেখে দোষ খোঁজো প্রকৃতির
ভেবে দেখো সব দোষ আমাদের স্বজাতির।
টাকাকড়ি বাড়ি-গাড়ি চাও শুধু বাড়াতে
খেয়ে দেয়ে বাড়ে ভূড়ি, পারো না যে নাড়াতে।
এটা খাও, সেটা খাও— কত করো বায়না
রাক্ষস হয়ে গেছো, ধরে দেখো আয়না।
ভুরিভোজ করো রোজ, রকমারি বাহারে
ধোঁকা দিয়ে ঘুষ খাও, ফল খাও আহারে।
আম, জাম, কাঁঠাল আর, লিচু খাও পাকিয়ে
বীজগুলো ধুয়ে রেখো কাগজেতে শুকিয়ে।
দূরে গেলে ট্রেনে-বাসে, সাথে নিতে ভুলো না
পথ পাশে দিও ছুড়ে— জমি কার ভেবো না।
খাস জমি সমাজের, মনে রেখো ভরসা
বীজ থেকে হবে গাছ— সামনেই বরষা।
সব গাছ না হলেও কিছু যদি টিকে রয়
পশু-পাখি, পোকাদের হবে বড় আশ্রয়।
শুষে নেবে বিষ বায়ু, ধরে রবে মাটি–
ফুল-ফল, কাঠ দেবে ছায়া দেবে খাঁটি।
গাছের এই উপকার বলে শেষ হবে না
গাছ-পাকা ফল খেলে খিদে আর রবে না।
ফল খায় পশু-পাখি, নয় শুধু মানুষে
ফিরে যেও ওই পথে—দু’হাজার বাইশে।
চারাগাছ বেড়ে ওঠে ক্ষত সারে পৃথিবীর
নব সাজ হয়ে ওঠে— রূপবতী প্রকৃতির।
মহীরুহ হলে চারা, ভেবো মনে একবার
মৃত্যুর আগে দিলে— ভূ-জননীকে উপহার।।
 
▪পরিবেশ দিবস উপলক্ষে ▪

No comments

info.kroyhouse24@gmail.com