মানুষ বদলে যায় অভ্যাসের মতো

যে মানুষটার সাথে কথা না বললে ভালো লাগতো না। আজ কয়েকমাস হলো তার কণ্ঠ শুনি না, অনুভব করি না তার ভেতরের দীর্ঘশ্বাস।
সময় বদলে গেছে। সেও বদলে গেছে,আমিও বদলে গেছি। অভিমান জমা আছে, অভিযোগ করার অধিকার নেই।
এই পৃথিবীতে সবচে কষ্ট বোধহয় অধিকার হারানোর কষ্ট।
কত-শত বৎসর হয়ে গেলো সে আমার থেকে দূরে আছে, অথচ কতো সহজেই আমি তার স্মৃতিগুলো বয়ে বেড়াই।
মানুষ সবকিছু ছেড়ে চলে গিয়ে, স্মৃতির ভার টুকু দিয়ে যায়।
যা ওপর প্রান্তের মানুষের জন্য বয়ে বেড়ানো কষ্ট আর কিছুই না।
মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমুতে যার মেসেজে পূর্ণ ছিলো, আজ সেখানে হাহাকার।
যদিও সেখানে অন্য মেসেজ থাকে, তবুও প্রিয় মানুষের মেসেজ ছাড়া মেসেঞ্জার অপূর্ণ।
যার মেসেজের রিপ্লাই দিতে দেরী হলে, কৈফিয়ত দিতে হতো, কেন একমিনিট দেরী হলো? কেন টাইপ করতে এতে দেরী হলো?
আর আজ! মেসেজই আসে না।
মানুষ বদলে যায়, অভ্যাস বদলে যায়।
অভিমান, অভিয়োগ সব বদলে যায়।
মানুষ পরিবির্তন হবে, এটা পরিবর্তনের নিয়ম। আজ যাকে ভালো লাগে, কাল তাকে ভালো নাও লাগতে পারে।
কিন্তু মধ্যেখান থেকে ফেঁসে যাই আমরা।
আমরা পরিবর্তনের নিয়ম জানি, কিন্তু মনকে মানাতে পারি না।
তাই আমরা জেনেশুনে কষ্ট পাই।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url