Breaking News

কবিতা-ফেরাব তোমায়



কবিতা-ফেরাব তোমায়
অবেলার রোদ্দুরে মনের রঙ্গ মেলা সাঙ্গ হলে
সাঁঝ-ছায়ায় ঘরের মায়ায় ফেরানোর নেশায়
আচানক হৃদয়ে জাগা অচেনা পাখির কুজন
প্রণয় আবেশ ছড়িয়ে যাবে অলিন্দে নিলয়ে।
উচাটন মনের উত্তাল আবেগ-প্লাবনে ভাসতে
কেউ যেন ডাকবে মনের অতল গহীন থেকে;
অগোচরে স্মৃতিরা তখন ঠায় দাঁড়িয়ে থেকেই
পুরনো সব অবহেলার পাই পাই শোধ নেবে।
হেলায় অভিমানে বহুদূর সরে যাওয়া তোমায়
ফেরানোর অস্থিরতায় বাড়বে হৃদয়ের ধুকধুক
মনের আকুতিভরা সেই আহ্বানে ফিরবে তুমি
প্রেমের মোহনায় দু’দন্ড দু’হৃদয় মেলাবে বলে।
আবেশের আসঞ্জনে ভালোবাসার উপত্যকায়
মনটায় যখন উড়বে সাতরঙা আবেগী ফানুস,
যতই তুমি উড়ে পালাও অচিন দূরে নিরুদ্দেশে
স্মৃতিই ফেরাবে তোমায় অবেলায় অনিচ্ছায়।



জাগ্রত নারী তুমি 

হে ছুটে চলা কর্মবীর তুমি,
তুমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে
নারীদের রাজনীতির মাঠের দ্বারকে করেছো উন্মোচিত।
নারী নেতৃত্ব প্রতিষ্ঠার নির্ভীক সাহসী নারী তুমি,
তুমি এই বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে
চিরদিন, চিরকাল, চির সমুজ্জল।
তুমি জয়ী হয়েছো,
তুমি জয়ী হতে শিখিয়েছো
বাংলার অসংখ্য নারীদের।
তুমি প্রেরণাময়ী,
তুমি উৎসাহধাত্রী,
তুমি নারীদের হৃদয়মাঝে
বাজিয়েছো বিজয়ের ডংকা।
তুমি চেতনার অগ্নিস্ফুলিঙ্গ।
তোমার সাহসীকতার কৃতিত্ব
চিরকাল রবে অবিরত।
তুমি কর্মীদের মুখে ফোঁটাও বিজয়ের হাসি
আশ্চর্য এক ক্ষমতা নিয়ে জন্মেছো তুমি,
তোমার ভালোবাসার অধিকার আদায়ে
কর্মীরা করে উচ্ছ্বাসে মাতামাতি।
দল-দল, দেশ-দেশ, শেখ হাসিনা- শেখ হাসিনা
আর তোমার কর্মীদের মুখে হাসি
ফোটাতে গিয়ে ক্লান্তিকে দিয়েছো ছুটি,
তাই তো আমরা বাংলাদেশ যুব মহিলা লীগের
সকল কর্মীরা তোমাকে ভালোবাসি রাশিরাশি।

No comments

info.kroyhouse24@gmail.com