চায়ের দেশ সিলেটের অপরুপ সৌন্দর্য

চায়ের দেশ সিলেটের অপরুপ সৌন্দর্য আপনার মনকে উতফুল্ল করে তুলবে।

চা তৈরি হয় চা গাছের নতুন কুড়ি থেকেই । আর এই কুড়িতে কুড়িতেই টাকা

একটি পাতা একটি কুড়ির দেশ সিলেট । সিলেটের প্রতিটি কুড়ির পরতে পরতে সৌন্দর্য

এই ফটোটি দেখে আপনার মনে হতেই পারে যে এটা বাংলাদেশের বাহিরের ফটো। কিন্তু এটা বাংলাদেশের সিলেট জেলার চা বাগানের এই ফটো।

সিলেট চা বাগানের কৃষক মনযোগ সহকারে কাজ করছে।

সিলেটের অপরুপ সৌন্দর্য দেখতে আপনাকে আসতে হবে সিলেটের চা বাগানগুলোতে। এখানে আপনি আসলে আপনরার চা বাগানের অপরুপ সৌন্দর্য মনমুগ্ধ করবে।

চায়ের দেশ সিলেটের মানুষগুলো একটু সাহসী হয়ে থাকে। সিলেটের কর্ম দক্ষ মানুষগুলো খুব কম টাকাায় পরিশ্রম করে থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url