Breaking News

ইসলামি গুরুত্ব পূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

জীবনের কোন ভুলটি আপনি দ্বিতীয়বার আর করতে চান না?

উত্তরঃ ১. কখনো অনলাইনের অপরিচিত কারও সাথে পরিচিত হতে চাই না।

২. কখনো কারও হাসিমুখে মিষ্টি কথায় তুষ্ট হয়ে ভুলতে চাই না।

৩. একজন মানুষকে ভালভাবে না জেনে তার সম্পর্কে ভালো বা খারাপ ধারণা তৈরি করতে চাই না।

৪. সবকিছুর আগে পরিবারকে প্রাধান্য দিতে চাই। পরিবারের সিনিয়রদের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করতে চাই, সামান্য এদিক ওদিক নয়।

৫. ফেসবুক-ইনস্টাগ্রাম—ইউটিউবে সময় অপচয় করতে চাই না।

হানাফি নাকি আহলে হাদিস, কারা সঠিক পথে আছে?

উত্তরঃ ১। সবাই তো নিজেকে নিজে সেরা মনে করে। ধর্মবিষয়ক কোন জ্ঞানী ব্যাক্তিকে দেখি নি কখনো হার মানতে।

সবাই যেন কেমন একধরনের উগ্র উগ্র ভাব। নিজেরটা সঠিক না হলে চিল্লায়া হলেও সঠিক করে নিবে।

যেমনঃ কোনো বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে (সে যত কোরণ হাদিস পড়ুক) যখন কোন হানিফি আলেম কে সঠিক দলিল (প্রমাণ) দিয়েও যদি বুঝিয়ে দেন যে রাফউল ইয়াদাইন করা বা আমিন জোরে বলা সঠিক।

কিন্তু তারা তা কখনো মানবে না। বলবে এই হাদিসটা ওই রকম হয়ছে ।

আবার কখনো কখনো বলবে তুমি কি ইমাম আবু হানিফের চাইতে বেশি বুঝ।

নাহলে কোন একজন সাধারণ মানুষ (হতে পারে তার মাথায় টুপি গায়ে জুব্বা/ পান্জাবি পড়া তাবলিগ করে) যে কিনা কোরাণ হাদিসের কোন কিছুই পড়ে নাই পড়লেও বাজারের নামাজ শিক্ষা বা ফাযায়েলে আমাল পর্যন্ত জ্ঞান তাকে দেখিয়ে বলবে দেখছেন ভাই আজকাল কার পোলাপাইন কেমন হুজুরের কথা সহ মানতেছেনা।

আগে কি কখনো এইগুলো দেখেছেন ভাই এই ধরনের আমিন বড় করে বলে মেয়েদের মত বুকে হাত বাধে ইত্যাদি ইত্যাদি যখন বলবে তখন সাধারণ মানুষটি বলবে হ হ হুজুর আগে কখনো এই রকমতো দেখি ন,

এই গুলো হলো নতুন ফিতনা, আমদের নামাজ ভেঙ্গে যায় আমিন জোড়ে করে বলে যে তাই হেন তেন আরও কত কি। হুজুর এইখানে যুক্তিতে বা প্রমাণে না পারলে সাধারণ পাবলিককে নিয়ে হৈ-হোল্লোড় করে ঐ ব্যাক্তিকে ভাগিয়ে দিবে।

এরা মুখে বলবে চার মাজহাব সঠিক, কিন্তু যখন দেখবে অন্য ইমামের অনুসারীদের মত কিছু একটা করছে তাহলে তারা তাকে সঠিক হিসেবে মেনে নিবে না। মাঝে মধ্যে ইহুদির দালাল ট্যাগও পাইতে পারে।

আমি বলবনা কোনটি ভাল কোনটি খারাপ। নিজেই নিরেপেক্ষ হয়ে বিচার বিবেচনা করে কোরাণ হাদিস পড়ুন।

পড়ার কোন বিকল্প নাই তাই বলব পড়তে থাকুন। অনেক কিছু জানতে পারবেন।

পরিশেষে একটা কথায় বলব ২-৪টা হাদিস পড়ে নিজেকে মহাজ্ঞানী ভাববেন না। আমি উপরে উল্লেখিত লেখায় সকল হানিফি হুজুরদের কথা বলিনি, সংখ্যাগরিষ্টদের কথা বলেছি, সব হুজুর এক নই।

ধন্যবাদ।

No comments

info.kroyhouse24@gmail.com