Breaking News

এশার নামাজ কত রাকাত

১ম : চার সুন্নত (এটা পড়লে স‌ওয়াব পাবেন, না পড়লে সমস্যা নেই)

২য় : চার রাকাত ফরজ (এটা আবশ্যিক ভাবে পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবেন)

৩য় : দুই রাকাত সুন্নতে গায়রে মুয়াকাদ্দা (এটাও পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবেন)

এসব মিলিয়ে ঈশার নামাজ ১০ রাকাত।

তবে বেশিরভাগ মানুষই ঈশার নামাজের পর তিন রাকাত বিতর নামাজ পড়ে, যদিও বিতর নামাজের সাথে ঈশার নামাজের সম্পর্ক নেই। তবে ঈশার নামাজের পর বিতর নামাজ পড়া গুনাহের কিছু নয়, কিন্তু এই নামাজ শেষ রাতে পড়াই উত্তম।

বিতর নামাজের পর অনেকেই দুই রাকাত নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়াও অনেক স‌ওয়াবের ইবাদত।

 

 দরিদ্রতা আসে সাত জিনিসের কারণেঃ
১। তাড়াহুরা করে নামায পড়ার কারণে!
২। দাঁড়িয়ে পেশাব করার কারণে!
৩। পেশাবের জায়গায় অজু করার কারণে!
৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে!
৫। ফুঁ দিয়ে বাতি নিভানোর কারণে!
৬। দাঁত দিয়ে নখ কাটার কারণে!
৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে!
সচ্ছলতা আসে সাত জিনিসের কারণেঃ
১। কুরআন তেলাওয়াত করার কারণে।
২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।
৩। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।
৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।
৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের সাথে সদাচরণ করার কারণে।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে।
আল্লাহ আমাদের সবাইকে তওফিক দান করুন।

No comments

info.kroyhouse24@gmail.com