২০১৪ সাল থেকে ঢাকার সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরীমণির

২০১৪ সাল থেকে ঢাকার সিনেমার দর্শকপ্রিয় নায়িকা পরীমণির সাথে আমার পরিচয়।তার সাথে প্রথম আলাপেই আমি তার রূপে নয়,আমি তার আন্তরিকতা অমায়িক ব্যবহারে মুগ্ধ হয়েছি।
সেই থেকে এখন অব্দি তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। যখনই তাকে নিয়ে কোনো নিউজের জন্য তাকে নক দিলে সে সবসময়ই সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।সম্পর্কের খাতিরে অনেক সময় তার দুষ্টুমি মজা করা আমার কাছে তার এই সারল্য ভীষণ ভালো লাগে।

তার কাছের মানুষরা জানেন পরীমণির মধ্যে কোনো ভনিতা বা দ্বিমুখিতা নেই।
সে খুব স্পষ্টভাষী। যেটা সত্য সেটা সে বলবেই যে যাই মনে করুক।সম্প্রতি তার সাথে ঘটে যাওয়া এক ভয়ংকর ঘটনা।যেটা নিয়ে এখন সারাদেশে বেশ তোলপাড়।

বিষয়টা এখন আইনের হাতে তারা প্রকৃতি সত্য উদঘাটন করে প্রকৃতি দোষীদের শাস্তি দিবেন।কিন্তু দেখেন প্রকৃতি সত্য প্রমাণ হওয়ার আগেই কিছু মানুষ পরীমণির চরিত্র নিয়ে তার নায়িকার হওয়া নিয়ে তার বাড়ি-গাড়ি তার আয়ের উৎস এগুলো নিয়ে যে যেভাবে পারছে মনগড়া করে চলেছেন।
আপনারা তার বাড়ি-গাড়ি, টাকা-পয়াসা,যশ খ্যাতি এগুলো দেখছেন।
অথচ,তার পরিশ্রম তার সংগ্রাম এগুলো দেখলেন না???
আজ সে পরীমণি হয়েছে তার যোগ্যতা পরিশ্রম দিয়েই।

অন্যায়কে অন্যায়ই বলুন।
একজন তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চাচ্ছে।সেখানে তাকে সাপোর্ট যদি না করেন এটা আপনাদের ব্যাপার কিন্তু তাকে এভাবে আজেবাজে কথা বলা বন্ধ করুণ।
পরীমণি অবশ্যই আপনি ন্যায় বিচার পাবেন বলে আশা করি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url