কবিতা - কে তুমি



কে তুমি আগন্তুক মনের দরজা নাড়াও বারবার
ব্যস্ত আছি গাইতে স্বাধীনতার জয়জয়কার ,
ব্যক্তিগত কাজে সময় নেই তাকাবার
বীর মুক্তিযোদ্ধা’র রক্ত শরীরে মিশে হয়েছে একাকার।
আন্দোলন চলেছে হিংস্রতার বিরুদ্ধে
যেতে হবে প্রয়োজনে আবার যুদ্ধে,
অন্যায় এর সাথে করতে পারি না আপোষ
মাসটি চলুক না কেনো বর্ষা কিংবা পোষ।
বিরক্ত করো না আর মনের দরজা নেড়ে
ভুলে যাবো কে তুমি আক্রোশে যেতে পারি তেড়ে,
মানবতার রোধ নিয়েছে কেঁড়ে
নির্যাতিতার আর্তনাদ প্রবেশ করেছে কানের পর্দা ফেড়ে।
অন্যায় অত্যাচার দেখে ভয় কে করছি জয়
পরোয়া করি না শকুনের পাখা ঝাপটায়,
এখন কতো হায়েনারা আসে যায়
প্রতিবাদী কলম নতুন শক্তি জোগায়।
চাটুকার পরিবেষ্টিত সমাজের শিরা-উপশিরায়
কথায় কথায় তারা তেল মেরে যায়,
তোষামোদ কারী দের স্থান এখন উপর তলায়
এ কোন সমাজে বসবাস করছি হায়।
কে তুমি আর করো না বিরক্ত
আমার দু’টি নয়ন অশ্রু জলে বড়ো রিক্ত,
হতে চাই সব কিছু ভুলে একটু শান্ত
পারি না অন্যায় দেখলেই টগবগ করে রক্ত।
কে তুমি?
স্বাধীনতার নাম ধারণ করে জনগণকে করছো সর্ব-শান্ত,
অনেক প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছো তা ভ্রান্ত
বিশ্বাস ও আস্থা হারিয়েছি সকলের সাথে-ও আমি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url