হে বিজয়, তোমাকে অভিবাদন

হে বিজয়, তোমাকে অভিবাদন
————————————–-------------------------------------------------------------
হে বিজয়, তোমাকে অভিবাদন।
কেউ চড়ে মার্সিডিজ গাড়ীতে
কেউ কেউ কোমায় পড়ে থাকে, আঁতুড় ঘরে
শিশু ও মা মরে পড়ে থাকে, এম্বুল্যান্স উধাও যখন
ঠেলাগাড়িও জুটে-না এমন বেলাতে
তোমাকে খোঁজে পাইনা, হে বিজয়!
তোমাকে অভিবাদন তবু তুমি সবাইকে না মেরে
বাঁচিয়ে রেখেছো তার জন্য আমরা গর্বিত, হে বিজয়!
তুমি প্রত্যুষে শীতের কুয়াশার শিশির কণা
সবুজ ঘাসের ডগায় যেন হীরকের দানা
তুমি সকালের রোদের মিস্টি হাসি,
তুমি পথে পথে ঠোঁট ফাটা মুখ
তীব্র কনকনে শীতে উদোম গতরের কাঁপন
পেটে পানি কেবল কারবা ফাঁকা
তখন তোমাকে খোঁজে পাইনা, যখন মানবতাহীন মানুষ অসহায় ও একা!
হে বিজয়, তোমাকে অভিবাদন।
তুমি এমন পার্থক্য রেখে সাম্যহীন
কি করে কাটাও এমনতর দিন?
তুমি মানুষে মানুষে সমহারে বাস্তবতা
ভোগের ও ত্যাগের বিনিময়ে সমান,
তুমি বিপদে একের দশের হাত
তুমি চির প্রতিবাদী, তুমি চির অপ্রতিদ্বন্দী
যে মহাসত্য, হে বিজয়
তুমি কি তা আমাদের জন্য কেবলই স্বপ্ন, অধরা!
হে বিজয়, তোমাকে অভিবাদন।
তুমি পঞ্চাশ সূর্য কাটালে বাঙায় জীবন
তবু তোমাকে খোঁজে পাইনা সর্বত্র আলোর মিছিল জ্বলে জ্বলে
ঘোচাতে পারোনি সব অন্ধকার হাতড়ে মানুষ বাঁচে আকাশ তলে
আদৌ বাঙলায় যখন দেখি কুমারীত্ব হরণ
গ্রামে ও শহরে,
বাসায় – অফিসে ও স্কুলে-কলেজে রাস্তায় এবঙ বিচারিক দপ্তরে
এমনকি ধর্মশালাও বাদ পড়েনি, যেখানে রক্ষাকারী করছে ভক্ষণ
তোমাকে খোঁজে পাইনা তুমুল আর্তনাদেও, তুমি আসো না সত্যিই যখন
হে বিজয়, তোমাকে অভিবাদন।
তবু তুমি সবাইকে না মেরে
বাঁচিয়ে রেখেছো তার জন্য আমরা গর্বিত, হে বিজয়!
তোমাকে অভিবাদন আরো তুমি সামনে মৃতের আত্মা দিয়ে
তোমার সাম্রাজ্য সম্প্রসারণের খেলায় সবাইকে বাঁচিয়ে
রাখার জন্য এবঙ যখন খুশি পুতুল করে সাজিয়ে
শোভা বর্ধিত করতে, আপনার দাসত্বের বিরুদ্ধে যুদ্ধ নয়,
আপনি চির অপ্রতিদ্বন্দী বিজয়!
তুমি থেকে আপনিতে পরিচয়
তুমি সর্বত্র অত্যাতারে চুপসে গিয়ে
রঙ বদলাবে আকাশের মতন যখনতখন
হে বিজয়, তোমাকে অভিবাদন!
তবু তুমি আগামীতে
সবাইকে যাদের বাঁচিয়ে রাখবে পৃথিবীতে
আমরা গর্বিত সবাই অনন্ত জীবন!
হে বিজয়, তোমাকে অভিবাদন!
যখন তোমারও সাম্যহীন চুপ থাকা নির্লজ্জ ঘৃণিত জীবন!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url