একটি পবিত্র মুখ, সকলের মুগ্ধতার হাসি

একটি পবিত্র মুখ, সকলের মুগ্ধতার হাসি
—————————————–
আমার একটি পবিত্র মুখ চাই।
শিশুর মতো নয়, শিশু মুখ’ই চাই, পবিত্র সে মুখ।
যে মুখ রক্তাক্ত, রক্তে আঁকা সাম্যের মানচিত্র!
যে মুখ দেখলে চোখ ফেরানো যায় না,
দেখলেই খুব আপন মনে হয়,
দেখলেই তুমুল মমতায় সকলেই আক্রান্ত!
প্রেমে এবঙ দ্রোহে
অতঃপর রক্তাক্ত সে মুখ দেখে
জাগ্রত সকল, অধিকার আদায়ে কেবলই মৃত্যু মৃত্যু খেলা!
পরিবর্তনের শক্তি প্রতিষ্ঠিত, সাম্যের নেশায় চির বুদ।
এতোসব কুৎসিত চলমান বিকৃত তথ্য অনুযায়ী ইদানীং এ উদ্ধারে স্বপ্ন মুখ,
পবিত্র সে মুখ।
কাঙ্খিত স্বাধীনতার বিজয় প্রতিষ্ঠিত বাস্তবতায়।
এত্তোসব আবর্জনার স্তূপ উধাও, নিমিষেই হারিয়ে ফেলেছি ব্যাপার মাত্র!
একটা নতুন কবিতার জন্ম, পবিত্র সে মুখ, ‘সকলের মুগ্ধতার হাসি’।
একটি নতুন সাম্যের ভূখণ্ডের জাতিগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায়-প্রকাশে, পবিত্র সে মুখ।
খুব দরকার, একান্ত আমার,
আর আমি মানেই সকলের’ মুক্তির দূত, পবিত্র সে মুখ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url