Breaking News

কবিতা: জীবনের মূল্যবোধ

দিনে দিনে যা করেছি অর্জন
যতোই মূল্য থাকুক তার,
এক ফুৎকারে উড়ে যেতে পারে
যদি জাগ্রত হয় অহংকার।
সততার সাথে অর্জন করলে
সে অর্জনে থাকে বহু ভার,
শত চেষ্টা করেও কোন দুর্জন
কমাতে পারেনা তার ধার।
তিল তিল করে সঞ্চিত হয়
জীবনের মূল্যবোধ,
যারা বুঝেনা, মূল্য খুঁজে না
তারাতো একান্তই নির্বোধ ।
তারা যদি গুণীর কদর না বুঝে
অকারণে করে লম্ফজম্ফ,
তাদের তরে কোন অভিযোগ নেই
তারা সমাজের অনাহুত ভূমিকম্প !
মানুষ মানুষের জন্য এ সত্যটা
যে কুষ্মাণ্ড অনুভবে না বুঝে,
তার কাছে কি কখনো পাওয়া যাবে
কোন কিছুর কোন মানে খোঁজে?
নিজের সততায় অর্জনের পাহাড়াদার
নিজেকেই নিতে হবে মেনে,
চাটুকারিতা আর হঠকারিতার পথ
কাউকে দিতে হবে না জেনেশোনে।
অর্জনকারী নিজেও মানুষ এ কথা ভুলে
যদি হারিয়ে ফেলেন নিজ হুঁশ,
নিজের অর্জিত সঞ্চয় খাবে ধূলায় লুটোপুটি
অপরের সেখানে নেই কোন দোষ।

No comments

info.kroyhouse24@gmail.com