Breaking News

কবিতা - রাখাল বালক



মোর লাগি কোন তপস্বিনী কি, তপস্যা করে_
দগ্ধ আগুনে নিজেকে জ্বালে?
গভীর রজনীতে আমাকে নিয়ে ভাবে!
হে বসন্ত, তোমাকে কেউ কি বলে?
তোমার ফোলের সুভাষ,
আমি নিবো না একা।
আমাকে এনে দাও তাকে
আমি মালা দিবো তার গলাতে।
হাসিতে-খুশিতে সুখের সাগরে
আমাকে নিয়ে ভাসার স্বপ্ন কেউ কি দেখে!
আমাকে নিয়ে কি সুদূর পথ পারি-
. দেবার ইচ্ছা পোষন করে!
হে সূর্য, তোমর উদয় বেলাতে কেউ কি বলে?
আজই ফিরবে সখা মোর!
তুমি দেখে নিও,
সেও হাসবে তোমারই সাথে।
মনের গহীনে লুকাইত স্বপ্নের কথা। ,
হে বায়ুসখা, তোমাকে কেউকি বলে
. তোমার কানে কানে?
তার স্বপ্ন পূর্ণ হবে আমাকে পেলে।

No comments

info.kroyhouse24@gmail.com