কবিতাঃ নির্ভীক
আমরা বেচেঁ মরে আছি প্রাণে,
তিজরি তোমার নিত্য ভরেছি ত্রানে।
আমরা দুর্মূল্যের ভারে হয়েছি রণক্লান্ত
রাজ প্রাসাদের জৌলুস তবু জ্যান্ত।
আমারা হাল ধরে আছি , কলেবর যেনো পুড়ছে
তোমার জয়ের পতাকা এখনো তাই উড়ছে।
আমরা সইতে না’রি বহু ধর্ম , করছি মারামারি,
তাই হিংসার আগুন হানছে তরবারি।
আমরা হয়েছি চাতক পাখির দল,
তাই তোমার দয়া ঘরেই তুলে রাখি ।
আমরা রয়েছি দূর্বা দল এই ধরণীর ‘পরে,
তোমার জুতোর যত্নে দিইনা কোনো ফাঁকি।
আমরা রয়েছি দূর্বল , বন্ধ রয়েছে খিড়কি,
পেয়াদা তোমার ভাঙছে মোদের ফিরকি।
আমারা ঘাম দিয়ে জেগে আছি দিনরাত্রি
তাই তুমি উন্মুক্ত পথ যাত্রী।
আমাদের রেখে বঞ্চিত
আভরণ তুমি করেছো ঢের সঞ্চিত।
আমরা ভুলেছি আমাদের অধিকার
তুমি নিশ্চিতে রয়েছো নির্বিকার।
আমাদের ফুটপাথ হয়েছে ঘর
তাইতো তোমার রাজপদে চরাচর।
আজ ধানের গোলা হয়েছে আমার শূন্য।
তাই টাঁকশাল বলে ঋণ দেবো না,
এ কি মান গেলো বুঝি , করছে না কেউ গণ্য।
হয়েগেছি আমি উন্মাদ , কিভাবে হবো ধন্য ?
আজ রইলো না আর ধন্দ
যখন পানশালা গেলো খোলা , পাঠশালা শুধু বন্ধ।
আমরা বুঝেছি এ তো অপমান,
গনতন্ত্রের নামে একি, চলেছে রাজতন্ত্র !
নিত্য পেয়েছি মগজ ধোলাই ,
বুঝে গেছি সে এক যন্ত্র, বিষ ফোঁড়াসম মন্ত্র!
আজ মাথা উচু করে চলবো রাজপথে,
চূর্ণ করি তোমার দম্ভের আস্বাদ,
করবো না আর বরণ , তোমার ভিক্ষা-প্রসাদ ।
আমি নয় একা, মিলবো আমরা যবে,
ফিরিয়ে আনবো সকল অধিকার,
মুর্তি হোর্ডিং যা আছে সব হবে যে চুরমার।
এদেশ এরাজ্য আমাদের হবে,
করবো মিথ্যা জয় , নির্ভীক বুকে ছারখার।
No comments