কবিতাঃ পথশিশুর আর্তনাদ

হে অট্টালিকার উচ্চবিত্তরা,
হে প্রভাবশালী ব্যক্তিবর্গ।
তোমাদের কি চোখ কান নেই?
নাকি বিবেক আর মনুষ্যত্ব টাকে সেই নব্বই দশকে ফেলে এসেছো?
নাকি বিক্রেতার কাছে খুচরো দামে বিক্রি করে দিয়েছ?
আমি যখন প্রচন্ড শীতে,
পিচঢালা কংক্রিটের উপর ঠান্ডা থেকে বাঁচার জন্য যুদ্ধ করছি।
তখন তোমারা উপর তোলায় রুম হিটার চালিয়ে,
গায়ে নরম কম্বল পেছিয়ে ঘুমাতে ব্যস্ত।
তোমরা কি করে অনুভব করবে,
শীতের মধ্যরাত কিভাবে শীতের সাথে যুদ্ধ করতে হয়।
সুবিধা বঞ্চিত পথশিশু আমি,
তাইতো ইচ্ছে না থাকলেও,
স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে হয় আমাকে।
মাঝে মাঝে ভাবি,
যদি তোমাদের মতো বিলাসিতা করতে পারতাম।
ওহ আমার আবার কিসের ভাবনা।
আমি তো ভুলেই গিয়েছিলাম আমি একজন পথশিশু।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url