Breaking News

খুঁজে ফিরি আমার প্রিয়মুখ

তোমার আলো ছুঁয়ে যায় যখন আমার
গাঢ় অন্ধকার
আমার ধূসর নদীর বুকে তখন জাগে
উষ্ণ জোয়ার ।
ভেজা পায়ের নুপূর নিয়ে যখন ঢেউ
হয়ে ফিরে আসি
তুমি চলে যাও দূরে বহুদূরে ……
আর আমি খুঁজে ফিরি আমার সে প্রিয়মুখ …. ।
না পেয়ে কান্নায় কান্নায় ভিজে যায়
আমার বুক ।
দেহ মিশে যায় দেহের গভীরে আর
তুমি ছুঁয়ে যাও আমার দেহ আদরে ।
ঠোঁটের কোণে উঁকি মারে আমার মন …
আর চোখের চাহনিতে নিষিদ্ধ শিহরণ ।
নীলজল সমুদ্রে উঠুক আজ
প্রলয়ঙ্করী ঝড়,
দেহেতে দেহ মিশে খুঁজে ‌নিক
সঠিক উত্তর ।
এক লহমায় মুছে যাক মন খারাপ
নীরবতা ভেঙে সীমাহীন অবহেলা ঘুচিয়ে
এসো হই আবার সবাক ।
ভালবাসায় সিক্ত হয় হোক জীবন
আজ পঞ্চবাণে সম্মোহন করেন স্বয়ং মদন ।

No comments

info.kroyhouse24@gmail.com