Breaking News

কবিতা - ধানসিঁড়ি



যদি কখনও মনে হয়
তুমি ফিরে আসতে চাও,ফিরে এসো।
তোমার চীরচেনা ধানসিঁড়ি তীরে
জীবনানন্দ হয়ে আমি অপেক্ষায় থাকবো।
নদী ও নারীর মাঝে আমি
বিরহী কালের সাক্ষী হবো,
বহতা নদীর বুক পিঞ্জরে
দুঃখ সব বিলিয়ে দিবো।
তোমার মাটিরঙা কপালে
সবুজ ঘাসের এক টুকরো
জমিন একেঁ দিবো।
তোমার সুঢৌল হাতের মাঝে
ধানসিঁড়ির অশ্রুজলে রাঙান
রেশমি চূড়ি পড়িয়ে দিবো।
তোমার প্রভাত স্নাত লাজুক চোখে
ঊষার আলো ছড়িয়ে দিবো।
যদি কখনও মনে হয়
তুমি ফিরে আসতে চাও,ফিরে এসো।
তোমার হাত দুটি ধরে পরম নির্ভরতায়
মেঠো পথ ধরে ছুটবো।
তোমায় দেয়া প্রতিশ্রুতির
প্রতিটি কথা ঘাসফুলে আঁকবো,
যদি কখনও মনে হয়
তুমি ফিরে আসতে চাও,ফিরে এসো।
হংসমিথুন হয়ে তুমি আমি
ধানসিঁড়ির বুকে ভাসবো।

No comments

info.kroyhouse24@gmail.com