ভাবির বোন । পর্ব -১৭



মেসেজ টা ডিলিট করতে গিয়ে চোঁখ পড়লো মেসেজের উপরের নাম টা অন্য দিন অইখানে লেখা থাকে “আজের দারুন অফার” আর আজকে লেখা বৈশাখী তাই মেসেজ টা ডিলিট না করে মেসেজ টা দেখলাম মেসেজ টা তে লেখা”আমি চলে যাচ্ছি ভালো থাকো”মেসেজ টা পড়ে বুকের বাম পাশে একটা ব্যথা অনুভব করলাম বার বার মনে হচ্ছে আমি খুব মূল্যবান কিছু একটা হারিয়ে ফেলছ
আমি:ভাবি বৈশাখী কোথায়(মেসেজ টা দেখার পর প্রথমে দৌড়ে গিয়ে বৈশাখীর রুম চ্যাক করলাম পেলাম না পরে নিচে আসলাম)
ভাবি:ও তো চলে গেছে ওর কি কাজ আছে তাই চলে গেছে
আমি:কখন গেছে
.
ভাবি:এই একটু আগেই বের হয়েছে কিন্তু কেনো??
আমি:এখন কথা বলার সময় নেই বায়(বলেই বাহিরে এসে বাইক নিয়ে বেরিয়ে পরলাম আমি যানি অকে আমি কোথায় পাবো)তো ওখানে পৌছেই খুঁজা শুরু করলাম অনেক খুঁজলাম কিন্তু এত মানুষের মাজে বৈশাখী কে খুঁজে পেলাম না হঠাৎ মনে পরলো আসল জায়গা ইতো খুঁজি নি বাস কাউন্টার
আমি:বৈশাখী
(পিছন ফিরে তাকিয়ে কিছুক্ষন ভূত দেখার মতো দাড়িয়ে থাকলো)
(মনে হয় একটু খুশিই হয়েছে আমাকে দেখে)
বৈশাখী:আপনি এখানে কেনো এসেছেন(একটু অভিমানি কন্ঠে)
আমি:আপনি এভাবে চলে যাচ্ছেন কেনো
বৈশাখী:ও আচ্ছা তাহলে এটা জিজ্ঞাস করতে এসেছেন
আমি:না
চলবে…
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url