কবিতা - নাম ফলক




কত বছর হলো ঘুমিয়ে আছি?

হাতে গুনতেও আজকাল ভুলে গেছি!

চারপাশে অনেকেই আছে কিন্তু নিরব।

কিন্তু মনে হয় এই তো সে- দিন!

দেখতে দেখতে একটা আস্ত গাছ বেড়ে উঠেছে মাথার কাছে!

সবুজ গাছের পাতায় হলদেটে হয় রেখা।

ডালে ডালে তাই হলদে পাতা।

গাছের ডাল ডালে বছর ফুরোনোর দাগ।

কেউ আর আজকাল নেয় না খোঁজ!



প্রতিরাতে জোনাকিদের গায়ে জ্বলে ওঠে

চিক্ চিক্ রঙ,ঠিক জরিদার শাড়ি!!

ঝিঁ ঝিঁর শব্দে ঘোর নেশা লাগে মনে।

এলোমেলো বাতাস সেই হলুদ পাতাদের গায়ে দোলা লাগায়।

বাতাসের চঞ্চল ধাক্কায় ঝরা পাতার দিন

কতবার যে ফিরে আসে!



সাদা সফেদ রঙের কাপড়ে মরচের দাগ.

প্রতি বিকেলে শেষ রোদ পড়ে নাম ফলকে।

সন্ধের বাতাসে পথ ভোলা পাখি কখনো

নিরবতা খানখান করে গেয়ে ওঠে গান।

কান পাতলেই এখন শুনতে পাই

ফিসফিস বাতাসের কানাকানি।



ভোর বাতাসে ঘাসের ডগায় শিশির ছুঁয়ে

অথবা কোনো সন্ধের কুয়াশায় চাই কেউ এসে ঘুম ভাঙাবে!

কত বছর হলো ঘুমিয়ে আছি!

কেউ আর আজকাল নেয় না খোঁজ!



এখন চোখে আমার সারাটা জীবন

কত অনর্থক দৌড়ের উপর কাটিয়েছি!

প্রথম জীবনে সার্টিফিকেটের পিছনে ,

তারপরের অর্থবিত্ত ,তারপর ক্ষমতার পিছনে...

তারপর...কোন এক পড়ন্ত বিকেলে হঠাৎ মৃত্যু এসে কড়া নাড়লো!



মৃত্যুর শীতল নিষ্টুর ছোঁয়ায়

সাঙ্গ হলো আমার অন্তহীন দৌড় প্রতিযোগিতা !

মৃত্যুর আগমনী বার্তায়

এক সময় হাসপাতালের নার্স ডাক্তারেরা

সব যন্ত্র খুলে নেবার প্রস্তুতি নিলো।



মরফিনের বদৌলতে ছিলাম বেশ

ব্যথা বেদনার অনুভব ছিলো না

ক্ষীন শ্বাস প্রশ্বাস চলছিল যখন

সন্তান কাঁদছিলো বুকের পাশে বসে।

আদর করতে পারছিলাম না তাকে

বলতে চেয়েছিলাম বুকে জড়িয়ে

ওরে!বাবা-মা কি কারো চিরদিন থাকে?

কিন্তু পারিনি বলতে...

কথা বলার শক্তি ছিলো না যে!



এক সময় সব যন্ত্র বিকল হয়ে

কর্ম ক্ষমতা হারিয়ে ফেললো ঠিক

দেহ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবার পর পরই!

এরপর থেকে তো এখানেই!!

মাটি চাপা দিয়ে সবাই স্বার্থপরের মত চলে গেলো...!

কথা দিয়েছিলো আবার আসবে!



এখনো চাই, কেউ এসে ঘুম ভাঙাক!

কত বছর হলো ঘুমিয়ে আছি!

কিন্তু কেউ আর আজকাল নেয় না খোঁজ!



আর খোঁজ নিলেও তো মিলবে না আমায়!!

নশ্বর দেহের হাড্ডি, মাংস, রক্ত

সব মিশে গেছে এই মাটির সাথে...

সেই আমার, কোন চিহ্নই অবশিষ্ট নেই....

মাটি মুছে দিয়েছে সব চিহ্ন....!!

পৃথিবীটা কি নিষ্টুর!

ভুলে গিয়েছে সবাই আমায়!!

অথচ কথা দিয়েছিলো,ভুলবে না আমায়।

কথা দিয়েছিলো, আবার আসবে!

কিন্তু কেউ তো আজকাল নেয় না খোঁজ।।

কেউই তো আজকাল নেয় না খোঁজ।

অথচ কথা দিয়েছিলো,ভুলবে না আমায়!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url