দুষ্টু -মিষ্টি ছলনা
তোমাকে নিয়ে খেলা করি যখন
নীরব নিশ্চুপ চারি দিক তখন,ঝাঁপটা দেয় এলোমেলো কেশ গুলোশান্তির শ্বাস ছাড়লেই লাগে বড় ভালো।কখনো তুমি একা ছাড়তে চাও নাকেনো যে পাগলের মতো করো তা বুঝি না,জানি তুমি ভয় পাও নাতবে কি গভীর ভালোবাসার ঠিকানা।লোকসমক্ষে করো কত বাহানাএমন ভাব দেখাও যেনো চেনো না,লোকজন সরে গেলেই বুকের উপর দাও হানাজড়িয়ে ধরে নিয়ে যা-ও যেখানে আছে বিছানা।কোন কথাই শুনতে চাও নাপূর্ণ করতে ব্যস্ত মনের কামনা,তোমার রূপের কেমনে করি বর্ণনাতোমার মতোই তোমার ধারণা।করতে চাও শুধু এক শরীরেই বিচরণকাউকে বোঝানো সম্ভব নয় তোমার আচরণ,মধুতে ভরপুর তোমার সুগন্ধিত অঙ্গনমুগ্ধ হয়ে যাই শরীর ও মন।তোমার ভালোবাসায় পাই যেন বাঁচার প্রেরণাতুমি যে শুধু তোমারই তুলনা,ভালোবাসার প্রহর গুলো কখনো ভুলবার নাভালোই লাগে মাঝে মধ্যে দুুষ্টু-মিষ্টি ছলনা।
