এই সুখময় জ্বর আমার

অবুঝ মনটাতো কবেই তোমার রোগে ধরে কোমায় চলে গেছে,

সে খবর হয়তো রাখেনা কেউ!
কিন্তু এবার সেই মুমূর্ষু মনকে ঘিরে থাকা জটিল জৈব-যন্ত্র সম্বলিত দেহখানাও পুড়ছে কঠিন জ্বরে।
চলৎশক্তি হারিয়ে বিছানায় নেতিয়ে পরেছি।
আপন জনেরা ঔষধ পথ্য নিয়ে ব্যস্ত হয়ে পরেছেন এই জন্য যে,
কত দ্রুত সুস্থ করে পূণরায় আমাকে ব্যস্ত জীবনে ফিরিয়ে আনা যায়।
কিন্তু তারাতো জানেনা,এই নিরীহ জ্বর আমার জীবনে হয়েছে সাপেবর!
আমিতো এখন তোমার মাঝে শরবতের চিনি-পানির মতোই হয়ে গেছি বিলীন!
হাসপাতালসম বিছানার চারিপাশে তুমি নামক ইন্দ্রজাল মাকড়সার সূক্ষ্ম তন্তুর মতোই ছড়িয়ে পড়েছে!
জাগতিক ব্যস্ততায় এতো আপন করে তোমাকে পাইনা কখনো!
কিন্তু আজ এই অসুখ আমাকে এনে দিয়েছে তোমাকে কল্পনায় কাছে পাওয়ার সেই অমৃত সুখ!
চোখ মেলে তাকালেই দেখি,আমার চারিপাশে বিচালির মতো ছড়িয়ে পরেছে তোমার ঝলমলে স্মৃতি।
আরও দেখি,কোন এক অজানা আশংকায় রাজ্যের দুশ্চিন্তা নিয়ে আমার ফস্কাগেরো জীবনের পাশে মন খারাপ করে বসে আছো তুমি।
আর আমি কাঠি জাল ফেলেছি
তুমিময় ফেলে আসা সেইসব সোনালি দিনে।
ছেঁকে নিয়ে আসছি,অগভীর জলে ডুবে গিয়ে সলিলসমাধিস্থ তরতাজা আশা আর স্বপ্নঝিনুক।
তাইতো যখন কোন এক অযাচিত জ্বরে পুড়ছে শরীর,
তখনও খুব করে চাই-
এই সুখময় জ্বর আমার জীবনে যেন আর না থামুক!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url