তুমি বায়না করেছিলে

তুমি বায়না করেছিলে, ভালোবাসতেই হবে!

আমি ভালোবাসলাম।
সবকিছু উজাড় করে দেয়ার পর
আমি যখন বায়না করলাম থেকে যাও,
ঠিক তখনই তুমি আকাশের মত রং বদলালে।
থেকে যেতে আর পারলে না।
কোনো কিছু না ভেবেই
অমনিই তুমি চলে গেলে চোখের সিমানা ছাড়িয়ে,
একবার পিছু ফিরেও দেখলে না।
আমার হাসি আমার কান্না
সবকিছুই যে তোমায় ঘিরে ছিলো,
সেই তুমি চলে গেলে আমি কেমন করে থাকবো,
একবারও সে কথা ভাবলে না।
যে তুমি বলেছিলে জীবনে কখনো যদি ঝড় আসে
আমাকে কখনো একা ফেলে যেও না,
সেই তুমি কেমন করে পারলে আজ আমায় ছেড়ে যেতে?
একটুও কি মন কাঁদেনি তোমার?।
যে তুমি আমায় হাসতে বায়না করতে,
জড়িয়ে ধরতে বায়না করতে,
সেই তুমিই আজ কেমন করে
তোমার হাত ধরে রাখার অধিকারটাও কেড়ে নিলে?
আমার চোখের জলও আজ তোমার চোখে পড়লো না!
তাহলে কি সম্পর্ক পুরোনো হলে,
সহস্র আবেগ অনুভূতিতে মিশে থাকা ভালোবাসা...
এভাবেই দীর্ঘশ্বাস হয়ে যায়?
না কি তোমার মত মুখোশধারী ভালোবাসার মানুষ
বায়না করে ভালোবাসা পাবার পর আয়না হয়ে যায়?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url