কবিতা - প্রাক্তন



হয়তো তুমি আজ ভীষণ ব্যস্ত!

গাঢ় মেকাপের আবরণে পড়নে জড়িয়েছো,
লালপেড়ে সাদা শাড়ি!
হাতে নীল রেশমি চুড়ি!
কোমল আঙুল জড়িয়েছো তোমার সদ্য প্রেমিকের শক্ত মুষ্টিতে।
সারাদিন ঘুড়েছো টিএসসি অথবা সোহরাওয়ার্দীর এ মাথা থেকে ও মাথা!
হয়তো দুজনে পাশাপাশি বসে দুপুরের নাস্তাটা সেরেছো দামি কোনো রেস্টুরেন্টে!
বিকেলটাও বন্দী করেছো ক্যামেরার সেলফিতে! বিপরিতে অন্য দশটা সাধারণ দিনের মতই আমার অপরাহ্ন কেটেছে কিন্তু, প্রিয় সেই বিছানাতেই!
একটু একটু করে শহরের বুকে বিকেল নামলে প্রিয় বন্ধুর ফোনে ছুটে গেলাম গলির মোড়ের সেই চায়ের আড্ডায়!
দুজনে আয়েশ করে চা গিলছি সাথে বন্ধুর বাড়িয়ে দেয়া আধো পোড়া নিকোটিন।
হঠাৎ'ই খেয়াল হলো, ওর ফোনে অবিরাম বেজে চলেছে অনুপম রায়ের
"আমি আজকাল ভালো আছি"। কপট হাসি ফুটে উঠলো অবয়বে!
আবার প্রশ্নও জাগলো মনের কোণে, সত্যিই কি আজকাল ভালো আছি আমি?
হয়তো আছিই!
নিজের মত করে।
যেভাবে তুমি ভালো আছো তোমার সদ্য প্রেমিকের হাত ধরে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url