কবিতা - মুক্ত সুখ



তুমি চলে যাও,

ভালো না লাগলে আমায় ছেড়ে।
বিসর্জন দিওনা নিজেকে,
আমার কাছে জোর করে।
আমি নাহয় কিছুদিন ভাববো,
নিজের ভাগ্যকে দায় দিয়ে ঠিক সামলে নেবো।
তার পর একদিন শুকিয়ে ঝরে যাবো
রাস্তার ধারে শুকনো পাতার মতো।
বুনো ফুল হয়ে গন্ধ বিলাতে বিলাতে
মিশে যাবো অন্ধকারের বাতাসে।
আমার অভিমানী ছায়া একদিন
ঠিক হারিয়ে যাবে রাতের গহীনে।
ভুলে না গেলেও এমন একটা ভাব করবো, কখনোই চিনতাম না তোমাকে।
হয়তো তোমার মুহূর্ত চিতার কাঠের মতো
অঙ্গার হবে কিছুদিন।
বুকের হাড়ের নিচে যত্নে রাখা তুমিটা
যন্ত্রণা দেবে এটা নির্ভুল।
তবুও মুক্ত তোমার সুখে থাকার
আজন্ম পথ।
আমি জানি তোমার স্মৃতি গুলো
আমার পিছু ছাড়বেনা।
তখন থমকে গিয়ে নিজেকে প্রশ্ন করবো,
ভুলে যাওয়ার শর্ত কি?
তোমাকে আটকে রাখার অধিকার যেখানে নেই সেখানে থেমে যাক পথ চলা।
আহত হয়ে যাক তোমার আমার দেখা পুকুর পাড়ের গল্প জোৎস্না।
তোমার নৌকার নোঙর পড়ুক
দ্বিধা হীন সুখের চরে।
দোষ দেবোনা তোমায় শুধু ভেবে নেবো
সন্ধ্যার তাঁরা প্রতি সন্ধ্যায় ওঠেনা।
আমি নাহয় আবার হারিয়ে যাবো
গাং শালিকের ঝাঁকে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url