Breaking News

কবিতা - মৃত্যুর ডাক



একটা তারিখ নির্ধারণ করা হবে

সবার কাছেই যা অজানা থাকবে।
কত পরিকল্পনা কত রঙিন বাঁচার আশা!
একদিনের হঠাৎ বিদায়ে হারিয়ে যায় ভাষা।
অসমাপ্ত সবকিছুর পাওয়া যায় না দিশা।
প্রিয়বিদায়ের শোক কেউ চাপা রাখে বুকে
কেউবা শোক কাটাতে অনে্যর কাছে থাকে সুখে
আবার কেউ ভারসাম্যহীনের মতো কেঁদে মরে দুঃখে।
মৃত্যুর ডাক অনেকটা বিচ্ছেদের মতো
আচমকা এসে মনে দিয়ে যাবে ক্ষত।
যে ক্ষত বয়ে বেড়াতে হয় নয়বা ভুলতে
সুখে থাকা যায় তাও যদি পারো হাসতে
ডেম কেয়ার হিসেবে নিলে সহজ হয় বাঁচতে।
তাই ব্যাগপত্র সদা প্রস্তুত রাখতে হয়
ডাক আসলে সানন্দে দেহ ছাড়তে হয়
ভালোকর্ম করে গেলে অমর হয়ে রয়।

No comments

info.kroyhouse24@gmail.com