ভেতরটা ভীষণ-ই সুন্দর হয় এক নারীতে আসক্ত পুরুষ গুলোর

এক নারীতে আসক্ত পুরুষ গুলোর বাহিরটা সুন্দর হোক বা না হোক সবার, ভেতরটা কিন্তু ভীষণ-ই সুন্দর;

এই পুরুষ গুলো কখনো কোনো অবস্থাতেই ছলনা করে না, মিথ্যে বলে না, প্রেমের ফাঁদে ফেলে না, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে না, টাইম পাসের জন্য আর যাইহোক এরা প্রেম করে না;
এই পুরুষ গুলো একবার যার প্রেমে পড়ে, আ'মৃ'ত্যু তার মা'য়াতেই আ'টকে থাকে, বিশেষ মানুষের শূন্যস্থান এরা কখনো অন্য কাউকে দিয়ে পূর্ণ করতে পারে না;
এই পুরুষ গুলো কখনো প্রিয় মানুষটিকে ছে'ড়ে দিতে কিংবা ছে'ড়ে যেতে পারে না, বরং আ'মৃ'ত্যু জীবনে এবং মৃ'ত্যু'র পরও মনের মনিকোঠায় রেখে দেয়;
এই পুরুষ গুলো কখনো কোনো অবস্থাতেই নারীদের ছোট করার নিম্ন মানসিকতা রাখে না;
এই পুরুষ গুলো অন্ধকার রাস্তায় অচেনা নারীকে দেখেও দায়িত্ব মনে করে;
এই পুরুষ গুলো রাগের মাথায়ও নারীকে সম্মান দিয়ে কথা বলতে ভুলে না;
এই পুরুষ গুলো কখনোই সংসারের কাজ গুলোকে মেয়েদের কাজ বলে আখ্যায়িত করে না, সারাদিন কি-ই বা এমন কাজ করো বলে ছোট করে না, বরং তারা সন্ধ্যায় অফিস থেকে ফিরে ও ছুটির দিন গুলোতে মা কিংবা স্ত্রী'র সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে তাদের কিছুটা হলেও স্বস্তি দেয়;
এই পুরুষ গুলো হয়ত মহা মানব নয় তবে সংসারের প্রিয় মানুষ গুলোর কাছে তারা সত্যিই মহা মানব, এমন ছেলে যে নারীর গর্ভে জন্মায় সে মা নিজেকে রত্নগর্ভা মনে করেন, যে স্ত্রী পায় সে স্ত্রী নিজেকে ভাগ্যবতী মনে করে, যে বোন পায় সে তাকে ঈশ্বরের সেরা আশির্বাদ মনে করে, যে মেয়ে পায় সে তাকে রাজকন্যা মনে করে;
এই পুরুষ গুলো আসলে রুপক অর্থে পুরুষ নয়, এরা সত্যিকার অর্থেই পুরুষ, এরা কখনো নারীর মাথার ছাদ, কখনো কাটা বিছিয়ে রাখা পথে আগলে রাখা হাত, কখনো লজ্জা নিবারনের বস্ত্র, এদের বক্ষ নারীর শ্রেষ্ঠ আশ্রয়স্থল;
এই পুরুষ গুলো সমাজ ও সংসারে Equally
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রতিটি নারী-ই জীবনে এমন একজন পুরুষের স্বপ্ন দেখে, কিন্তু সবার ভাগ্যে তা জোটে না, কারণ! বর্তমানে এমন পুরুষের সংখ্যা নেহাতই হাতে গোনা;
এক নারীতে আসক্ত পুরুষ গুলো আসলে, নারীদের সমস্ত ঝড় তুফান থেকে আগলে রাখার এক ম্যাজিশিয়ান, এরা এক একটি প্রদীপ, এক একটি রত্ন, সর্বপরি নারীর জীবনের এক অমূল্য সম্পদ।
"এক নারীতে আসক্ত পুরুষ গুলোর ভেতরটা ভীষণ-ই সুন্দর"
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url