Breaking News

নিঃসঙ্গ গাংচীল | সেই দিনগুলি | বৃষ্টিনিঃসঙ্গ গাংচীল

 তোমকে খুঁজেছি বহুকাল

আমার মগ্ন চৈতন্যের নির্জনতায়
তুমি আজও আছো
অচেনা দাঁড় কাক হয়ে
আমার শৈশবের সেই
বড়ালের তীরে হেটে হেটে
কতকাল খুঁজেছি তোমার ধানসিঁড়ি
তোমার বনলতার প্রতীক্ষায়
কতকাল কাটিয়েছি
ক্লান্ত দুপুর মৌন বিকেল বিষন্ন সন্ধ্যা
সেই সুরঞ্জনাকে ভেবে
বিনিন্দ্র প্রহর কেটে গেছে বহুকাল
অথচ, তুমি আজও আছো
দূর নক্ষত্রের মত
নিশিথের অন্ধকারে
হৃদয়ের একান্ত গভীরে
আর আমি
তোমাক খুঁজে খুঁজে
আজও রয়েছি সেই
তোমারই মতো এক
নিঃসঙ্গ গাংচীল হয়ে..

সেই দিনগুলি
সেই দিনগুলি আজ আর নেই!
হারিয়েছে কালের গহ্বরে,
বিস্তৃত সেই পরিসীমা আজ
তলিয়ে গেছে দূরান্তে।
হাসির ধারা অটুট নেই
ভেঙ্গে গড়েছে নীরবতা,
উচ্ছ্বাসা গড়িয়ে গড়িয়ে আজ
পিনপতন নীরব একলা একা।
গাছ-পাখপাখালীর কলোরব নিভু ছন্দে-
গাইছে গান দু:খের সুরে,
আমার ঘর হারিয়ে আজ কেদে বেড়াই
বংশীর সুর মর্মর আর্তনাদে।

বৃষ্টি
বৃষ্টির দিনে আমি
জানালার পাশে বসে,
ভাবছি তোমার কথা।
ভাবছি- আমি সেই দিনটা
যেদিন- তুমি আমি দুজনে,
হাঁটছিলাম নদীর তীরে
ঝির-ঝির বৃষ্টিতে ভিজে।
ভাবছিলাম- ছোট বেলার
সেই খেলার সাথীদের কথা,
বৃষ্টিতে ভিজে ভিজে যাদের নিয়ে
ঝাঁপিয়ে পড়তাম খাল,বিল পুকুরে।
ভাবছি আমি- বৃষ্টির দিনে
মায়ের হাত ধরে ভিজে ভিজে,
স্কুল থেকে বাড়ি ফেরার কথা।
ভাবছি- বৃষ্টি, তুমি আজও রয়ে গেছো
আমিও রয়ে গেছি পৃথিবীতে,
ফেলে আসা দিনগুলোও রয়ে গেছে
সুধু মাত্র স্মৃতি হয়ে।

No comments

info.kroyhouse24@gmail.com