তোমাকে পাওয়ার জন্য



 কেটেছে আমার কতটি বছর

তোমাকে পাওয়ার জন্য
হেটে হেটে এই পথে।
তবু বুঝতে পুরো পারিনি তোমায়
ক্লান্ত পথের শেষে।
তোমার ওই হাসি মাখা মুখ
তোমার ওই গোলাপ রাঙা ঠোট
কাজল চোখের চাওয়া
মোর জীবনে গহীন মনে
একটুখানি পাওয়া।
তবু তোমায় একটু পেয়ে
হলাম আমি ধন্য।
কেটেছে আমার কতটি বছর
তোমাকে পাওয়ার জন্য।
আমি আজো বসে আছি
তোমাকে পাওয়ার জন্য
যেদিন তোমায় পাবো আমি
পূর্ণিমাতে শশীর মতো
হবো আমি ধন্য।
কেটেছে আমার কতটি বছর
তোমাকে পাওয়ার জন্য।
এক জীবনে কতো যে রূপে
সাজাও বসত খানি
কখনো বোন কখনো কন্যা
আবার কখনো জননী।
কখনো তুমি মমতাময়ী
মায়ার বাঁধন দিয়ে
কখনো আবার ছলনাময়ী
জীবনটা মোর নিয়ে।
কখনো তুমি অতি আপন
শুধুই আমার জন্য
তোমার জীবন স্পর্শে আমায়
করছো তুমি ধন্য।
কেটেছে আমার কতটি বছর
তোমাকে পাওয়ার জন্য।
কখনো আবার পর হয়ে যাও
আমার থেকে দূরে
পাখা মেলে যাও যে উড়ে
কোন সে অচিনপুরে।
তবু তোমার ভালোবাসায়
চলছে জীবন আশায় আশায়
তবু আমি ধন্য।
কেটেছে আমার কতটি বছর
তোমাকে পাওয়ার জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url