পথ হারানো পথের যাত্রী
আছে কি স্মরণে , তোমার সাথে শেষবার
যেদিন , গোধূলি ঘুমিয়েছিল নদীর চড়ায়
আর , দেখছিল কত রঙিন স্বপ্ন ,
অস্ত আকাশে সপ্তশীর্ষ মেঘ পাহাড়ের চূড়ায়
নৃত্যরত রঙ পরীরা আপনাতে আপনি মগ্ন ।
রামধনু রঙা প্রজাপতিরা , দিবসের শেষ মধু সঞ্চয়ে
ধনে ফুলের কন্ঠলগ্ন ,
সূর্যের শেষ কিরণ,নদীর সিঁথিতে দিয়েছে সিঁদুর পরিয়ে---
নববধূর সাথে রাত্রি যাপনের জন্য ।
দূরের বাঁকে ডিঙি নৌকায় চড়ে
দিনমণির বিদায় ,
তুমিও ওই একই পথ ধরে
হারিয়ে গিয়েছ কোথায় ।
বিদায়ের ক্ষণে , কথা দিয়েছিলে , মনে কি পড়ে
আসবে আবার ফিরে ,
তোমার চলার পথটি সরলরেখায় মিলিয়ে গিয়েছে দূরে ,
বৃত্ত পথে চলতে যদি , আসতেই হ'ত ফিরে ।
দীর্ঘ খরার পর প্রথম বৃষ্টির পরশ পেয়ে
মাটি যেমন গন্ধ ছড়ায় ,
জমিদার বাড়ির নোনা ধরা দেওয়ালের গায়ে
তোমার দেহের সুবাস পায় ।
সদাই শুনি তোমার নাম বিহগের কলতানে
শিখিয়েছিলে তুমিই ওদের ডাকতে তোমার নাম ধরে ,
কালবোশেখীর বার্তা , যে বাতাস বয়ে আনে
তার ছোঁয়ায় , তব ছোঁয়া পাই এ-শরীরে ।
আর কতদূর নিয়ে যাবে , কোথায় এ-পথের শেষ প্রান্ত
ঠিকানাবিহীন ঠিকানার খোঁজে------
চলতে চলতে পা দুটি আমার ক্লান্ত ,
তবুও চলতে হবে , খেয়ার পথ কি শেষ হয় নদী মাঝে ?
পারে না বুঝতে পেশি , স্মৃতির গুরুভার
প্রাণকে করে অবনত ,
ওঠে না সূর্য বিরহ দিবসে , অবিরাম অন্ধকার
আঁধারই সত্য , আলো নিমিত্ত মাত্র ।
No comments
info.kroyhouse24@gmail.com