Breaking News

পথ হারানো পথের যাত্রী / শুধু আ‌ন্দোলন বড় সে‌কে‌লে

পথ হারানো পথের যাত্রী

আছে কি স্মরণে , তোমার সাথে শেষবার

কবে হয়েছিল দেখা ?
নাই যদি থাকে মনে , মেল না একবার
তোমার স্মৃতির পাখা ।
যেদিন , গোধূলি ঘুমিয়েছিল নদীর চড়ায়
আর , দেখছিল কত রঙিন স্বপ্ন ,
অস্ত আকাশে সপ্তশীর্ষ মেঘ পাহাড়ের চূড়ায়
নৃত্যরত রঙ পরীরা আপনাতে আপনি মগ্ন ।
রামধনু রঙা প্রজাপতিরা , দিবসের শেষ মধু সঞ্চয়ে
ধনে ফুলের কন্ঠলগ্ন ,
সূর্যের শেষ কিরণ,নদীর সিঁথিতে দিয়েছে সিঁদুর পরিয়ে---
নববধূর সাথে রাত্রি যাপনের জন্য ।
দূরের বাঁকে ডিঙি নৌকায় চড়ে
দিনমণির বিদায় ,
তুমিও ওই একই পথ ধরে
হারিয়ে গিয়েছ কোথায় ।
বিদায়ের ক্ষণে , কথা দিয়েছিলে , মনে কি পড়ে
আসবে আবার ফিরে ,
তোমার চলার পথটি সরলরেখায় মিলিয়ে গিয়েছে দূরে ,
বৃত্ত পথে চলতে যদি , আসতেই হ'ত ফিরে ।
দীর্ঘ খরার পর প্রথম বৃষ্টির পরশ পেয়ে
মাটি যেমন গন্ধ ছড়ায় ,
জমিদার বাড়ির নোনা ধরা দেওয়ালের গায়ে
তোমার দেহের সুবাস পায় ।
সদাই শুনি তোমার নাম বিহগের কলতানে
শিখিয়েছিলে তুমিই ওদের ডাকতে তোমার নাম ধরে ,
কালবোশেখীর বার্তা , যে বাতাস বয়ে আনে
তার ছোঁয়ায় , তব ছোঁয়া পাই এ-শরীরে ।
আর কতদূর নিয়ে যাবে , কোথায় এ-পথের শেষ প্রান্ত
ঠিকানাবিহীন ঠিকানার খোঁজে------
চলতে চলতে পা দুটি আমার ক্লান্ত ,
তবুও চলতে হবে , খেয়ার পথ কি শেষ হয় নদী মাঝে ?
পারে না বুঝতে পেশি , স্মৃতির গুরুভার
প্রাণকে করে অবনত ,
ওঠে না সূর্য বিরহ দিবসে , অবিরাম অন্ধকার
আঁধারই সত্য , আলো নিমিত্ত মাত্র ।

শুধু আ‌ন্দোলন বড় সে‌কে‌লে
আ‌ন্দোলন তখনও ছিল -
ইং‌রেজ আম‌লে
পা‌কিস্তান আম‌লে
তার আ‌গে বা তারও আ‌গে।
শোষণ বঞ্চনার বিরু‌দ্ধে
অত্যাচার রু‌খে দি‌তে
পরাধীনতার জাল ছিন্ন কর‌তে
স্বাধীনতা পে‌তে।

আ‌ন্দোলন এখনও আ‌ছে
স্বাধীন দে‌শে
‌ভিন্ন মতাদ‌র্শে;
ক্ষমতার অপব্যবহার
‌দা‌ম্ভিকতা, দূর্নী‌তি, স্বেচ্ছাচার
প্র‌তিবা‌দে, প্র‌তি‌রোধে।
মান্ধাতা আম‌লের লাঙল বদ‌লে ক‌লের লাঙল এ‌লো
গরুর গা‌ড়ির কথা ভু‌লে গে‌ছি
বহু দিন আ‌গে হা‌রি‌য়ে গে‌ছে পা‌ল্কি
‌বোতামে চাপ দি‌লে বা‌তি জ্ব‌লে
‌নিত্য নতুন আধু‌নিক প্রযু‌ক্তি
‌বিজ্ঞা‌নের উন্ন‌তি আর উন্ন‌তি।
শুধু আ‌ন্দোলন বড় সে‌কে‌লে!
আ‌ন্দোল‌নের যে ধর‌নে, রা‌ষ্ট্রের সম্পদের ক্ষ‌তি হয়
রা‌ষ্ট্রের সময় নষ্ট হয়
নাগ‌রি‌ককে ঝা‌মেলা পোহা‌তে হয়
জ্যান্ত- আহত হয়, লাশ হয়
মানুষ, মানু‌ষের কৌশ‌লে ব্যবহৃত হয়
আ‌মি তার বিরু‌দ্ধে।
আ‌ন্দোল‌নের নৈ‌তিকতা চাই!
আ‌ন্দোল‌নের নী‌তিমালা চাই!

No comments

info.kroyhouse24@gmail.com