উথাল পাথাল প্রেম

বছর চারেক আগে নিতু নামের এক মেয়ের সাথে আমার প্রেম ছিলো। আমার বউ এর ভাষায় - উথাল পাথাল প্রেম।

তাই আমার বউ আমার এই এক্সকে একদমই সহ্য করতে পারে না।
ইভেন, কোন বই এর মধ্যেও নিতু নামের ক্যারেক্টার পাইলে সে বই ছিড়ে ফেলে।
তো, একদিন আমি ভেবে দেখলাম - নিতুকে আমি আমাদের সংসারের সঞ্চয়ের কাজে ব্যবহার করতে পারি।
এক্সপেরিমেন্ট করতে শুরু করলাম।

০২ বছর আগে বউ একদিন একটা শাড়ির ছবি দেখিয়ে আদুরে গলায় বললো,
এই দেখো তো এই শাড়িটায় আমাকে সুন্দর দেখাবে না?
শাড়ির নিচে দেখলাম দাম দেয়া - ১৪ হাজার পাঁচশ টাকা।
আমি বললাম, নিতুর পরনে এমন একটা শাড়ি দেখছিলাম একবার।
বেশ মানিয়েছিলো৷ তোমাকেও মানাবে আই গেস।
বলা মাত্রই মাথায় কয়েকটা কিল ঘুষি মেরে ছবিটা ডিলেট করে দিলো।
এরপর থেকে যখনই কোন অ-দরকারি দামী জিনিশ কেনার কথা উঠেছে কোন না কোন
বুদ্ধিদীপ্তভাবে আমি নিতুকে নিয়ে এসেছি।
যদিও প্রচুর কিলঘুষি খাইছি,
তবুও আমি হিসাব করে দেখেছি গত দুই বছরে নিতু আমাকে প্রায় ১ লাখ পঁচিশ হাজার টাকা বাঁচিয়ে দিয়েছে।নিতুকে ধন্যবাদ।
বিচ্ছেদের ৬ বছর পরেও এভাবে পাশে থাকার জন্য।

<> সমাপ্ত <>

সুন্দর ও রোমান্টিক গল্প পেতে আমাদের ওয়েবসাইটি ভিজিট করুন। সব সময় নতুন ও মাজার মজার গল্প পাবেন।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url